February 14, 2023 | 10:11 am
আজ পহেলা ফাল্গুন। প্রকৃতিতে বসন্তের আগমণে গাছে গাছে ফুটেছে ফুল। বাতাসে মিঠে হাওয়া, কোকিলের কুহু কুহু ডাক জানিয়ে দিচ্ছে বসন্তের আগমনী বার্তা।
প্রকৃতিতে বসন্তের ছোঁয়ায় আগুন রাঙা ফাগুনের সুর। ফুটছে লাল পলাশ, শিমুল। এসব ফুল দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। বসন্তের রঙিন সব ফুল-পাখিদের ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
Tags: টপ নিউজ, পহেলা ফাল্গুন, বসন্ত