বিজ্ঞাপন

‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো সিন্ডিকেট থাকবে না’

February 16, 2023 | 3:12 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো সিন্ডিকেট থাকবে না। সরকারি হাসপাতালে যারা সেবা দিতে বাধাগ্রস্থ করবে তাদের হাসপাতালে রাখা হবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রংপুরের স্বাস্থ্যসেবা নিয়ে প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারের বিশেষ দৃষ্টি রয়েছে বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকল প্রকার আধুনিক যন্ত্রপাতি থাকা স্বত্ত্বেও রোগীরা কেন সেবা পাবে না সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। আগামীতে রোগীদের হাসপাতালে উন্নত মানের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌরাত্ম বন্ধ করার পাশাপাশি মেডিকেলের সকল সমস্যা দূর করা হবে। হাসপাতালের দালালদের দৌরাত্ম বন্ধ করতে গেলে সকলের সহযোগিতা প্রয়োজন। কিছু ওয়ার্ড পরিদর্শনের সময় রোগীরা কিছু অসন্তুষ্টির কথা জানিয়েছেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ পাশাপাশি হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে তাগিদ দেন মন্ত্রী।

বিজ্ঞাপন

এর আগে রংপুর ১০০ শয্যার অত্যাধুনিক ক্যান্সার হাসপাতালটি নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ ছাড়া ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল উদ্বোধন করেন মন্ত্রী। হাসপাতালের উদ্বোধনের মধ্য দিয়ে রংপুর বিভাগের শিশুরা আধুনিক সেবা পাবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় স্বাস্থ্য ও স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন