বিজ্ঞাপন

তরুণদের নিয়ে আমি গর্বিত—বিদায়ের পর বললেন বাংলাদেশ অধিনায়ক

February 18, 2023 | 12:40 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচ হারা বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছিল। বিশ্বকাপে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হতো। কিন্তু শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ নারী দল। কাল হারতে হয়েছে ৭১ রানের বড় ব্যবধানে। এই হারে নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে। বিদায়ের পর বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, দলের তরুণরা বিশ্বকাপে যেভাবে খেলেছে তাতে তিনি গর্বিত।

বিজ্ঞাপন

এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার ছিলেন। নারী বিশ্বকাপ হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। জাতীয় দলের বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপও অনুষ্ঠিত হয়ে গেল। বাংলাদেশের তরুণ মেয়েরা সেখানে দুর্দান্ত পারফর্ম করেছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পারফর্ম করা চার ক্রিকেটারকে জাতীয় পর্যায়ের বিশ্বকাপ দলে রাখা হয়। আস্থার প্রতিদান দিয়েছেন তরুণরা। বেশ ভালো ক্রিকেটই খেলেছেন তারা।

কাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে যেমন আলো ছড়ালেন তাদেরই একজন স্বর্ণা আক্তার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হার্ডহিটিং ব্যাটিং করে আলোচনায় আসা স্বর্ণা কালও খেলেছেন দাপুটে এক ইনিংস। ইনিংসটা অবশ্য বড় করতে পারেননি। তবে যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ শাসন করেছেন নিউজিল্যান্ডের বোলারদের।

পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ২২ বলে ৪টি চারের সাহায্যে ৩১ রান করেছেন স্বর্ণা। কাল স্বর্ণাই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। তার ব্যাটে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রানে থেমেছে বাংলাদেশে ইনিংস। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ গড়েছিল নিউজিল্যান্ড নারী দল।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, ‘আমরা অনেক বেশি রান দিয়ে ফেলেছি। পাওয়ার প্লেতে আমরা সফল হতে পারিনি। তবে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ছোট মেয়েদের নিয়ে আমি গর্বিত।’

আগামী ২১ ফেব্রুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নারী বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ নারী দল। নিশ্চয় শেষ ম্যাচটা জিততে চাইবে নিগার সুলতানারা। ওই ম্যাচ হারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ হারবে বাংলাদেশ নারী দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন