বিজ্ঞাপন

গাইবান্ধায় অজ্ঞাত যুবকের গালাকাটা লাশ উদ্ধার

February 18, 2023 | 4:58 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার কুপতলা থেকে অজ্ঞাত এক যুবকের (২২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে লক্ষিপুর ইউনিয়নের কুপতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুপতলার ব্রিজ এলাকায় এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত ওই যুবককে হত্যা করা হতে পারে। নাম পরিচয় এখনও জানা যায়নি। এ ব্যাপারে মামলা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন