বিজ্ঞাপন

২৪ ফেব্রুয়ারি আসবে না ‘পাঠান’

February 22, 2023 | 7:43 pm

আহমেদ জামান শিমুল

বাংলাদেশে ভারতীয় হিন্দি ছবি ‘পাঠান’ মুক্তি নিয়ে এখনো ধোঁয়াশা কাটে নি। সবশেষ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ছবিটি মুক্তির তারিখ বলা হলেও সে দিন মুক্তি পাচ্ছে না বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শাকিব খান অভিনীত ‘পাঙ্কু জামাই’-এর বিনিময়ে শাহরুখ খানের ‘পাঠান’ আনার আবেদন করে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। সাফটা চুক্তির আওতায় এ আবেদন করা হয়েছিলো। এ চুক্তির আওতায় ছবি আমদানি-রফতানির জন্য করা কমিটির সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ সারাবাংলাকে বলেন, ‘কোনো সম্ভাবনা নেই এ শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার। কারণ আপনারা জানেন, সাফটা চুক্তির দুটি সাংঘর্ষিক ধারা নিয়ে এখনো কোনো সমাধান আসেনি। যদিও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ স্যার এ ব্যাপারে পজেটিভ সমাধান খোঁজার জন্য আমাদের বলেছেন।’

‘আমিসহ মন্ত্রণালয়ের যারা এ ব্যাপারে কাজ করছে তারা কেউ এখনো এর সমাধান বের করতে পারিনি। আর এর সমাধান না হলে কীভাবে ছবিটি মুক্তি দিবে।’

তাহলে কি ৩ মার্চ মুক্তির সম্ভাবনা রয়েছে? এ ব্যাপারে ফারুক আহমেদ বলেন, ‘এটা তো পরিবেশক বলতে পারবেন। তাছাড়া আমাদের কাছ থেকে অনুমতি পাওয়ার পর তো তাকে সেন্সর করাতে হবে। এরপর না হয় মুক্তি। সব প্রক্রিয়া আগে শেষ হোক।’

বিজ্ঞাপন

গেল রোববার (১৯ ফেব্রুয়ারি) চলচ্চিত্রের ১৯ সংগঠন হিন্দি ছবি আমদানির ব্যাপারে তাদের অনাপত্তির কথা লিখিতভাবে জানিয়েছে। একইসঙ্গে তারা দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে ১৮টি হিন্দি ছবি আমদানির প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত কাজী হায়াৎ সারাবাংলাকে জানিয়েছিলেন, তারা প্রথম বছর ১০টি এবং পরের বছর ৮টি ছবি আমদানির প্রস্তাব দিয়েছেন। এ দুই বছরের মধ্যে বাংলা ছবির সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়লে এ অনুমতি না বাড়ানোর কথাও তারা বলেন।

সে বৈঠকেও ‘পাঠান’-এর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছিলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন