February 26, 2023 | 8:03 pm
সাহিত্য ডেস্ক
অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশ হয়েছে শিশুসাহিত্যিক মাসুম আওয়ালের প্রথম উপন্যাস ‘গোয়েন্দা ডব্লিউ হিং টিং ছট’। শিশু-কিশোরদের জন্য লেখা ‘গোয়েন্দা ডব্লিউ হিং টিং ছট’ প্রকাশ করেছে অর্জন প্রকাশন। মূল্য ২০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান অমর একুশে বইমেলা প্রাঙ্গণে ৪৪০ নম্বর অর্জন প্রকাশনীর স্টলে।
বইটি নিয়ে মাসুম আওয়াল জানান, ‘এই সময়ের বিখ্যাত গোয়েন্দা ডব্লিউ হিং টিং ছট। তার তিন সহকারী অংকন, অরূপ ও মুনিয়া। এ যাবত প্রচুর রহস্যের সমাধান করেছে তারা। তাদের নাম ডাক ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। তাদেরই দুর্ধর্ষ এক অভিযানের কাহিনী নিয়ে এই উপন্যাস।’
উল্লেখ্য, দেড় যুগেরও অধিক সময় ধরে শিশু সাহিত্য চর্চা করে আসছেন মাসুম আওয়াল। ইতিমধ্যেই পাঠকপ্রিয়তা পেয়েছে তার লেখা ছড়ার বই বাকশো ভরা একশো ছড়া, আমিও ফড়িং তুমিও ফড়িং, টই টই হই চই। তার লেখা শিশু-কিশোর গল্পের বই ‘জটা কবিরাজ ও ভুতুড়ে বট গাছ’ ও ‘আশোকীন স্যারের ক্লাশে মিষ্টি একটা পরি’। এই বইগুলোও পাওয়া যাচ্ছে পার্ল পাবলিকেশন ও অর্জনের স্টলে।
সারাবাংলা/এজেডএস