বিজ্ঞাপন

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দেবে কানাডা

February 27, 2023 | 9:51 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী হারজিত এস সজ্জন বলেছেন, আমরা রোহিঙ্গা সংকট নিয়ে আলাপ করেছি। এই সংকট কাটাতে বাংলাদেশকে সহযোগিতা করে যাবে কানাডা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যাতে মিয়ানমার ফিরিয়ে নেয়, এজন্য আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে কানাডাও মিয়ানমারের প্রতি চাপ অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী হারজিত এস সজ্জন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন হারজিত।

তিনি বলেন, ‘বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই। এই সংকট কাটাতে কানাডা বাংলাদেশকে আরও তহবিল দিয়ে সহযোগিতা করবে এবং সহায়তা অব্যাহত রাখবে।’

এ সময় রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘ সময় আলাপ হয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট নিয়ে আলাপ হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানের তারা আরো অতিরিক্ত তহবিল দেওয়ার কথা বলেছে। তারা ভাসানচর প্রকল্পে সহায়তা করবে বলেছে। আমরা আরও কিছু প্রস্তাব করেছি, কানাডা কীভাবে আরও বেশি করে সাহায্য করতে পারে।’

জাস্টিন ট্রুডোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিশেষ করে দাওয়াত দিয়েছি ওনাদের প্রধানমন্ত্রীকে (জাস্টিন ট্রুডো)। ওনাকে দাওয়াত দিয়েছি বাংলাদেশে আসার আসার জন্য। আমরা বলেছি, এ বছর যদি আসতে পারে, সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে তখন যদি ম্যানেজ হয়; এটা হবে প্লাস প্লাস।’

তিনি বলেন, ‘সামনের দিনগুলোতেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন কানাডার উন্নয়নবিষয়ক মন্ত্রী।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চলতি বছরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রুডোর।

কানাডার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিষয়ে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী সজ্জন জানান, আমি প্রধানমন্ত্রীকে দেওয়া আমন্ত্রণপত্র পৌঁছে দেব।

সারাবাংলা/এসবি/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন