বিজ্ঞাপন

সবজির ব্যাগে ২০ লাখ টাকার জাল নোট, গ্রেফতার ২

March 1, 2023 | 6:53 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়ায় ২০ লাখ টাকার জাল নোটসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আসন্ন রমজানকে কেন্দ্র করে তারা এসব জাল নোট চট্টগ্রাম নগরীতে পাচারের উদ্দেশ্য নিয়ে আসছিল।

বিজ্ঞাপন

বুধবার (১ মার্চ) দুপুরে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে ওমর আলী (৫০) ও ভোলা দৌলত খাঁ চরপাড়া এলাকার মো. বেলায়েতের ছেলে মো. রুবেল (৩২) ।

বিজ্ঞাপন

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, বিপুল পরিমাণ জাল টাকাসহ দুই প্রতারক কক্সবাজার থেকে হানিফ পরিবহনের বাসে করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে। পরে অভিযান পরিচালনা করে বাসের ভেতরে দুইজনের হাতে থাকা সবজি বাজারের ব্যাগ তল্লাশি করে ২০ লাখ টাকার জালনোট জব্দ করা হয়।’

তিনি আরও জানান, রমজান মাসকে সামনে রেখে তারা বাজারে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার টার্গেট নিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন