বিজ্ঞাপন

নাসির প্রসঙ্গে নান্নু ‘চোখের আড়াল হবে না’

March 2, 2023 | 4:17 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি, পাঁচ পরিবর্তন আনা হয়েছে দলে। সদ্য শেষ হওয়া বিপিএলে পারফর্ম করা ক্রিকেটারদের নেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলে। সুযোগ পেয়েছেন ৩২ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার রনি তালুকদারও। অনেকদিন যাবত জাতীয় দলের বাইরে থাকা ৩১ বছর বয়সী নাসির হোসেনও এবারের বিপিএলে দারুণ পারফর্ম  করেছেন। তবে ইংল্যান্ড সিরিজের দলে জায়গা হয়নি তার। এর কারণ জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘পারফর্ম করতে থাকলে চোখের আড়াল হবে না।’

বিজ্ঞাপন

২০১৫ সালের জুলাইয়ে বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন রনি তালুকদার। সেখান থেকে প্রায় সাড়ে ৮ বছর পর ডাক পেলেন জাতীয় দলে। রংপুর রাইডার্সের হয়ে এবারের বিপিএলে ৩৬.৪১ গড় ও ১২৯.১৭ স্ট্রাইক রেটে রান করেছেন ৪২৫। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

ঢাকা ডমিনেটরসের হয়ে নাসির হোসেনও দারুণ পারফর্ম করেছেন। ১২ ইনিংসে ৩৬৬ রান করেছেন নাসির। সঙ্গে বল হাতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছেন। ফলে বয়স বেশি রনি ডাক পেলে নাসির কেন পেলেন না এমন প্রশ্ন উঠল প্রধান নির্বাচকের সামনে।

বৃহস্পতিবার (২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিনহাজুল আবেদিন নান্নু উত্তরে বললেন, ‘কিছু কিছু প্লেয়ারকে বিবেচনা করা হয়েছে প্লেস বাই প্লেস। সেই হিসেবে মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, লেট অর্ডার বলেন, অনেক চিন্তাভাবনা করেই দলটা তৈরি করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ও (নাসির) সুযোগ পায়নি। সামনে অনেক খেলা আছে, পারফর্ম করলে কেউ চোখের আড়াল হবে না।’

বিজ্ঞাপন

জাতীয় দলের বাইরে থাকা বেশি বয়সী ক্রিকেটারদের জন্য একটা বার্তাও রাখতে চাইলেন নান্নু। বলেছেন, বয়স কোনো বিষয় না। পারফর্ম করতে পারলে এবং ফিটনেস ধরে রাখতে পারলে জাতীয় দলের জন্য বিবেচিত হবেন বেশি বয়সী ক্রিকেটাররাও, ‘বয়স কোনো বিষয় নয়, এখানে মূল ব্যাপার হচ্ছে ফিটনেস। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখন। আন্তর্জাতিক ক্রিকেটে এত বেশি ম্যাচ হয়, প্রতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থাকে। সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটও আছে। তাই ফিটনেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সবার জন্যই একটা ইতিবাচক বার্তা, যারা ঘরোয়াতে পারফর্ম করছে তাদের জন্য। বয়স কোনো বিষয় নয়, ফিটনেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটার তৌহিদ হৃদয়, পেসার রেজাউর রহমান রাজা ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তিন জনই এবারের বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন। দলে ফিরেছেন শামীম পাটোয়ারি ও রনি তালুকদার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন