বিজ্ঞাপন

কম্বোডিয়ার বিরোধিদলীয় নেতার ২৭ বছরের সাজা

March 3, 2023 | 3:35 pm

আন্তর্জাতিক ডেস্ক

কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখাকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে ২৭ বছর গৃহবন্দীর আদেশ দিয়েছে সেদেশের আদালত। টানা তিন বছরের বিচার শেষে শুক্রবার (৩ মার্চ) রায় প্রকাশ হয়েছে।

বিজ্ঞাপন

কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) প্রাক্তন সভাপতি কেম সোখা। শুক্রবার নম পেন মিউনিসিপাল কোর্টের বিচারক তার রায়ে সোখার রাজনীতি এবং নির্বাচনে ভোট দেওয়া থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছেন। দণ্ড ভোগের সময় কেম সোখা শুধুমাত্র তার পরিবারের সদস্য ছাড়া অন্য কারো সঙ্গে দেখা করতে পারবেন না বলেও রায় দেওয়া হয়েছে।

২০১৭ সালে মধ্যরাতে তার বাড়িতে অভিযান চালিয়ে কেম সোখাকে গ্রেফতার করে পুলিশ। সে সময় তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতারের অভিযোগ উঠে। কম্বোডিয়ার ফৌজদারি আইনের ৪৪৩ অনুচ্ছেদের আওতায় বিদেশি শক্তির সঙ্গে মিলে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয় কিম সোখাকে। ২০১৮ সালে কম্বোডিয়ায় জাতীয় নির্বাচনের আগে জামিনে মুক্তি পান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন