বিজ্ঞাপন

‘নারী কর্মসংস্থানে গার্মেন্টস খাত অগ্রণী ভূমিকা রেখেছে’

March 8, 2023 | 12:10 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে নারী কর্মসংস্থান সৃষ্টিতে গার্মেন্টস খাত অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ মার্চ) রাতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের নবাব হলে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের (বাগমা) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৩ এবং বাগমা ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুরুতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বাগমা ইনস্টিটিউটের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, ‘আজ একটু সুন্দর দিন, ৭ই মার্চ। যখনই ৭ মার্চের ভাষণের কথা আসে তখন বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ঘোষণার কথা মনে পড়ে। এখানে হয়ত আপনাদের অনেকে ৭ মার্চের ভাষণ শুনতে রেসকোর্স ময়দানে গিয়েছিলেন। আমি নিজেও গিয়েছিলাম। তাই আজ আমার সেই দিনটার কথা মনে পড়ছে। আমারা সেখানে লাঠি, বৈঠা নিয়ে উপস্থিত হয়েছিলাম। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার যে ঘোষণা দিয়ে গিয়েছিলেন, তারপর মাত্র কয়েক দিন, ২৫ মার্চের পর আমরা যুদ্ধে চলে গিয়েছিলাম। নয় মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। নয় মাস যুদ্ধ করে আমরা দেশে (নিজ নিজ এলাকায়) ফিরেছি। সেই স্বাধীনতা এসেছিল বলেই আজকে আমরা গার্মেন্টস ব্যবসায়ী হতে পেরেছি।’

বিজ্ঞাপন

পাটমন্ত্রী আরও বলেন, ‘দেশ স্বাধীন না হলে বাঙালিদের হাতে ব্যবসা কোনো দিনই আসত না। তাই বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলেই আজকে আমরা সারা পৃথিবীতে গার্মেন্টস ব্যবসায় দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক হিসেবে পরিণত হতে পেরেছি। এটা বাঙালিরাই করেছে।’

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, ‘এদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোর পণ্য রফতানি না হলে আমাদের টেক্সটাইল শিল্প গড়ে উঠত না। টেক্সটাইল শিল্প গড়ে উঠার কারণে আমাদের যে বেকারত্ব দূর হয়েছে, এটাও এই শিল্পের অবদান।’

বিজ্ঞাপন

গার্মেন্টস ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা নারীদের জন্য একটি কর্মসংস্থানের ক্ষেত্রে তৈরি করেছেন। এজন্য আপনাদের অভিনন্দন জানাতে হয়। এর আগে নারীদের কর্মসংস্থান সেভাবে ছিল না। আপনাদের দেখাদেখি এখন অন্যান্য শিল্পে নারীদের কর্মসংস্থান হচ্ছে। কিন্তু নারীদের কর্মসংস্থান তৈরিতে গার্মেন্ট সেক্টর হচ্ছে পায়ওনিয়ার।’

তিনি বলেন, ‘করোনাকালে প্রধানমন্ত্রী আমাদের সাহস দিয়েছিলেন বলেই গার্মেন্টস সেক্টর ঘুরে দাঁড়িয়েছে। সেই সময়ে ভারত এবং শ্রীলঙ্কায় কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশে গার্মেন্টস কারখানা বন্ধ হয়নি। এ কারণেই গার্মেন্টস শিল্প ঘুরে দাঁড়িয়েছে এবং আজও গার্মেন্টস শিল্প বহাল তবিয়তেই ব্যবসা চালিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও বিজিবিএ-এর সভাপতি কাজী ইফতেখার হোসেন।

বিজ্ঞাপন

এতে আরও বক্তব্য দেন হোরেইন ফেব্রিক লি. (যমুনা গ্রুপ) এর সিএমও আবদুল হাকিম, এসএম নিটওয়ারের মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী, অ্যাওয়াড কম্পোজিট লিমিটেডের শেখ মোহাম্মদ আবু মুসা, বাগমার উপদেষ্টা নূরে আলম, বাগমার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জোবায়ের পারভেজ, বাগমার প্রধান প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এ পারভেজ লাবু, ইস্কয়ার গ্রুপের সিইও দেবাশিস কুমার সাহা, যমুনা গ্রুপের পরিচালক মোহাম্মদ আলমগীর আলম, ইমপ্রেস-নিউটেস গ্রুপের একেএম গোলাম মোর্শেদ ফারুক, কমফিট কম্পোজিটের নিটওয়ার লিমিটেডের কাওসার আলী, নিট এশিয়া লিমিটেডের শহিদুল ইসলাম, মাসকো গ্রুপের এটিএম মাহবুবুল আলম মিল্টন প্রমুখ।

সারাবাংলা/কেআইএফ/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন