বিজ্ঞাপন

সন্ত্রাসবিরোধী রাজু দিবস সোমবার

March 12, 2023 | 11:44 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: সন্ত্রাসবিরোধী রাজু দিবস সোমবার (১৩ মার্চ)। এই উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে রাজুর সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটির সভাপতি ফয়েজ উল্লাহ জানিয়েছেন, বেদীতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আলোচনা সভার আয়োজন করেছেন তারা।

বিজ্ঞাপন

সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের পাশে রাজুর স্মৃতি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, রাজু সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রীসহ বামসংগঠনগুলো।

শ্রদ্ধা নিবেদন শেষে স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের পেছনে একটি আলোচনা সভার আয়োজন করার কথা জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

প্রতিবছর ১৩ মার্চ সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালন করে আসছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বিজ্ঞাপন

১৯৯২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদলের গোলাগুলির মধ্যে সন্ত্রাসের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র ঐক্যের ব্যানারে আয়োজিত মিছিলে গুলিতে নিহত হন ছাত্র ইউনিয়নের তৎকালীন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মঈন হোসেন রাজু।

ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজ উল্লাহ সারাবাংলাকে বলেন, ‘মঈন হোসেন রাজুর স্মরণে আমরা রাজুর স্মৃতিতে নির্মিত বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব। এরপর একটি আলোচনাসভা আছে। সেখানে রাজুর পরিবারের একজন সদস্যসহ আমাদের সাবেক সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন