March 18, 2023 | 2:05 pm
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
নরসিংদী: নরসিংদীর পলাশের ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৯) এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ ও ঘোড়াশাল রেলস্টেশনে মাঝামাঝি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘোড়াশাল রেলস্টেশন থেকে রেললাইনের ওপর দিয়ে হেঁটে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন এক নারী। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে স্থানীয়রা কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়িঁর উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়েছে। তবে এখনও পরিচয় শনাক্ত করা যায়নি।
সারাবাংলা/ইআ