March 18, 2023 | 3:42 pm
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কবি কাজী নাসির মামুন ও কবি রওশন ঝুনু। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।
শনিবার (১৮ মার্চ) ময়মনসিংহের ত্রিশালের বৈলর উকিলবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কবি কাজী নাসির মামুন ও রওশন ঝুনু ময়মনসিংহ সাহিত্য সংসদ আয়োজিত অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন জানান, ঢাকাগামী এনা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুই কবিসহ অন্তত ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে ১৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/একে