বিজ্ঞাপন

জিপিএইচ কারখানা পরিদর্শনে আমেরিকার প্রতিনিধি দল

March 18, 2023 | 8:34 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের অন্যতম শীর্ষস্থানীয় লোহার রড উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড কারখানা পরিদর্শন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্পাত খাতের একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

শনিবার (১৮ মার্চ) সকালে ১১টি ইস্পাত কারখানা পরিচালনাকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ভিন্টন স্টিলের প্রতিনিধি দল সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানায় আসে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভিন্টন স্টিলের জাপানের মহাব্যবস্থাপত তাতসুইয়া ফুকুইয়ামা এবং আমেরিকার মহাব্যবস্থাপক এডুয়ারডো গঞ্জালেজ। জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এবং নির্বাহী পরিচালক (অর্থ ও উন্নয়ন) কামরুল ইসলাম তাদের স্বাগত জানান।

বিজ্ঞাপন

বিশ্বমানের এই প্রকল্প পরিদর্শনের পর প্রতিনিধি দল জিপিএইচ ইস্পাতের গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাত করেন। এসময় তারা বলেন, ‘জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিসমৃদ্ধ একটি রেফারেন্স প্ল্যান্ট। কীভাবে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে বিশ্বমানের ইস্পাত সামগ্রী তৈরি করা যায়, তার অভিজ্ঞতা আমরা পেলাম।’

প্ল্যান্টের প্রযুক্তি সহায়ক প্রতিষ্ঠান প্রাইমেটালস’র তত্ত্বাবধানে আসা ভিন্টন প্রতিনিধিদলের সদস্যরা স্ক্র্যাপ প্রকিউরমেন্ট, অক্সিজেন প্ল্যান্ট, পরিবেশসহ সার্বিক বিষয়ে অবহিত হন।

বিজ্ঞাপন

এ সময় প্রাইমেটালস অস্ট্রিয়ার ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল বিজনেস ইউনিট) জোসেফ গালেটনার এবং গণমাধ্যম উপদেষ্টা অভীক ওসমান, চীফ অপারেটিং অফিসার টি মোহন বাবু এবং হেড অব প্ল্যান্ট শ্রীনিবাসা মাদুলুরি রাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/ইআ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন