বিজ্ঞাপন

দেশে ফিরলেন মাহির স্বামী

March 19, 2023 | 3:41 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার (১৮ মার্চ) গ্রেফতার, কারাবাস এবং সবশেষ জামিনে মুক্তি— এমন নাটকীতয়ায় দিন কেটেছে মাহিয়া মাহির। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের করা মামলায় এমন পরিস্থিতির শিকার হন মাহি। ওই মামলায় আসামী ছিলেন তার স্বামী রকিব সরকার। শনিবার ওমরা শেষে মাহি দেশে ফিরলেও ফেরেননি রকিব। তখন সবাই সমালোচনা করছিলেন তিনি হয়ত গ্রেফতার এড়াতেই আসেননি। উল্টো গর্ভবতী স্ত্রীকে বিপদে ঠেলে দিলেন। তবে এ ঘটনার একদিন পরেই দেশে ফিরেছেন রকিব সরকার।

বিজ্ঞাপন

রবিবার (১৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মাহি। পরে সেখান থেকে তিনি তার ঢাকার বাসভবনে চলে যান।

রকিব সরকার গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সৌদি আরব থেকে ফেরার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘মিথ্যা মামলাগুলো আমি আইনগতভাবে মোকাবিলা করবো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সত্যের জয় হবে।’ তিনি কোনও অপরাধ করেননি বলেও দাবি করেন রকিব।

শুক্রবার (১৭ মার্চ) সৌদি থেকে ফেসবুক লাইভে এসে মাহি অভিযোগ তোলেন, গাজীপুরে তার স্বামীর গাড়ির শো-রুমে ভাঙচুর চালানো হয়েছে। ওই ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতা এবং ‘ঘুষ’ নেওয়ার অভিযোগও করেন তিনি। এ কারণেই মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন