বিজ্ঞাপন

ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু

March 19, 2023 | 3:50 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্পে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ১২৬ জনের বেশি। ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধ্বংস ও অসংখ্য সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো লাসোর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তার দেশে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। ইকুয়েডরের বন্দর অঞ্চল গুয়াসের পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প পেরুতেও অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্যমতে, ইকুয়েডরের দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াকিলের ৮০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭।

উপকূলীয় অঞ্চল এল ওরোর দক্ষিণে জাম্বেলি দ্বীপে একটি ভবন ধসে একাধিক ব্যক্তি মারা গেছেন। এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থলের পূবে কুয়েনকা শহরে একটি ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে যাওয়া গাড়িতে আরও একজন মারা গেছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন