বিজ্ঞাপন

গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক পরিষদের নিরঙ্কুশ জয়

March 19, 2023 | 4:54 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র‍্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩ এ পূর্ণ প্যানেল জয় পেয়েছে আওয়ামীপন্থী গ্র্যাজুয়েটদের প্যানেল গণতান্ত্রিক ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

রোববার (১৯ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মমতাজ উদ্দীন।

নির্বাচিত ২৫ জন প্রতিনিধির মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আশফাক হোসেন। তিনি পেয়েছেন সর্বমোট ১১ হাজার ৯৭৬ ভোট।

এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ৮৩৩ ভোট পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম গোলাম রব্বানী। ১১ হাজার ৭৬০ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।

বিজ্ঞাপন

এ ছাড়া, বাকি ২২ জনের মধ্যে মো. অহিদুজ্জামান ১১ হাজার ৬৮৩ ভোট, এস. এম. বাহালুল মজনুন ১১ হাজার ৫৮২, মো. আতাউর রহমান প্রধান, এইচ. এম. বদিউজ্জামান ১১ হাজার ৫৬৪, মো. মুরশেদুল কবির ১১ হাজার ৫১৭ ভোট, এ. আর. এম. মঞ্জরুল আহসান বুলবুল ১১ হাজার ৫১২ ভোট, অসীম সরকার ১১ হাজার ৪২৩ ভোট, মীর্জা মো. আব্দুল বাছেত ১১ হাজার ৩৩৯ ভোট, মো. নাসির উদ্দিন মুন্সি ১১ হাজার ১৮২, মো. আনোয়ার হোসেন ১১ হাজার ১৭৭ ভোট, জেড. এম. পারভেজ সাজ্জাদ ১১ হাজার ১৭২ ভোট, মোহাম্মদ ইকবাল মাহমুদ ১১ হাজার ১৬৯ ভোট, মোহাম্মদ হোসেন ১০ হাজার ৯৫৫ ভোট, সাবিতা রিজওয়ানা রহমান ১০ হাজার ৯৮৬ ভোট, নিজাম চৌধুরী ১০ হাজার ৯৬৫ ভোট, শারমিন মুসা ১০ হাজার ৯৪৯, এ. এইচ. এম. এনামুল হক চৌধুরী ১০ হাজার ৮৭২ ভোট, মো. কামরুল হাসান ১০ হাজার ৮১১ ভোট, মুহাম্মদ শফিক উল্যা ১০ হাজার ৭৬০ ভোট, মোহাম্মদ আব্দুল বারী ১০ হাজার ৭০৬ ভোট, রঞ্জিত কুমার সাহা ৯ হাজার ৭৩২ ভোট পেয়েছেন।

নির্বাচিতদের মধ্যে সর্বনিম্ন ভোট পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। তিনি পেয়েছেন ৯ হাজার ৭২৮ ভোট।

এদিকে, ২৬তম সর্বোচ্চ ভোট পেয়েছেন গ্র্যাজুয়েট টিম অপরাজেয় প্যানেলের কামরুন নাহার মাহমুদ। তার সঙ্গে ২৫তম সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সীতেশ চন্দ্র বাছারের ব্যবধান ৬ হাজার ৫৪০ ভোট। কামরুন নাহার মাহমুদ পেয়েছেন ৩ হাজার ১৮৮ ভোট।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে আওয়ামীপন্থী গ্র্যাজুয়েটরা গণতান্ত্রিক ঐক্য পরিষদ ব্যানারে পূর্ণ প্যানেলে অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিল বিএনপিপন্থীদের প্যানেল। প্রথমে প্যানেল দিলেও পরে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতপন্থী গ্র্যাজুয়েটরা অনুপস্থিত। এ ছাড়া ‘টিম অপরাজেয়’ নামে নয়জনের একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে।

এবার সর্বমোট চারধাপে অনুষ্ঠিত হয় নির্বাচন। ঢাকার বাইরে ৪ মার্চ ২৯টি, ১১ মার্চ ৯টি এবং ১৪ মার্চ ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল (১৮ মার্চ) ঢাকার ভেতরে ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় চতুর্থ ও শেষ ধাপের নির্বাচন।

সারাবাংলা/আরআইআর/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন