March 27, 2023 | 4:51 pm
আন্তর্জাতিক ডেস্ক
২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে মাঠে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি টেক্সাসে হাজারো সমর্থকদের উপস্থিতিতে ভাষণ দেন তিনি। এসময় তার বিরুদ্ধে আনা ফেডারেল সরকারের নানা অভিযোগ তদন্তের সমালোচনা করেন ট্রাম্প।
এই সমাবেশে আগামী নির্বাচনে লড়বেন বলে জানান ট্রাম্প। ওই নির্বাচনকে চূড়ান্ত লড়াই বলে ঘোষণা দিয়েছেন তিনি।
ওয়াকোর একটি বিমানঘাঁটিতে সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের দাবি করেন, সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কমাতে তার বিরুদ্ধে এসব অভিযোগ ও তদন্ত শুরু করা হয়েছে।
২০১৬ সালে পর্ন তারকাকে অর্থ প্রদানের মাধ্যমে যৌন সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখতে উঠা অভিযোগের ব্যাপারে ম্যানহাটন জেলা অ্যাটর্নির অফিস তদন্ত করছে। এ ব্যাপারে সমাবেশে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ডিসির ‘অবিচার বিভাগ’-এর পৃষ্ঠপোষকতায় এবং নির্দেশনায় নিউইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আমাকে এমন কিছুর জন্য তদন্ত করছেন যা অপরাধ নয়, কোনো অপকর্ম নয়।
নির্বাচনী প্রচারণায় ডেমোক্রেটদের আক্রমণের পাশাপাশি নিজ দল রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদেরও এক হাত নেন ট্রাম্প।
ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাট গেটজ এবং জর্জিয়ার কংগ্রেসম্যান মার্জোরি টেলর গ্রিনও মঞ্চে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আইই