বিজ্ঞাপন

যশোরে অস্ত্র কারখানার সন্ধান পেলো গোয়েন্দা পুলিশ

March 28, 2023 | 10:12 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

যশোর: যশোরে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে শাহাদত হোসেন (৪০) নামে এক লেদ মিস্ত্রীকে আটক করেছে পুলিশ। এসময় একটি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশ সোমবার (২৮ মার্চ) মধ্যরাতে শহরের শংকরপুর চোপদারপাড়া শাহাদতের বসত ঘরের পাশের রুমে থাকা এই কারখানার সন্ধান পায়। আটক শাহাদত শংকরপুর চোপদারপাড়ার শাহাজাহানের ছেলে।

ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান ও এসআই নুর এই অভিযান পরিচালনা করেন।

এসআই শাহিনুর জানান, চোপদারপাড়ায় একটি বসত ঘরের সঙ্গে লেদ বসিয়ে অস্ত্র তৈরি কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমান অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অস্ত্র তৈরিতে জড়িত শাহাদতকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত বছর অক্টোবরে পুলিশের অভিযানে আরও একটি লেদ মেশিন ঘরে অস্ত্র তৈরির কারখানা পাওয়া যায়। এসময় কারখানা মালিক আজিজুল ইসলামসহ তিন জনকে আটক করা হয়েছিলো। সেই অভিযানে পাঁচটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমও

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন