March 28, 2023 | 9:41 pm
স্টাফ করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর অভিজাত বিপণী বিতান ‘ভিআইপি টাওয়ারে’ দোকান খুলে প্রকাশ্যে চলছিল অবৈধ ওষুধের বেচাকেনা। জেলা প্রশাসনসহ তিন সংস্থার যৌথ অভিযানে সেই দোকান থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অনুমোদন ছাড়া উৎপাদিত ওষুধ।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে নগরীর কাজির দেউড়ির মোড়ে ভিআইপি টাওয়ারের দ্বিতীয় তলায় ‘ভ্যারাইটিজ ইউনানী দাওয়াখানা’ নামে দোকানটিতে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের সঙ্গে এ অভিযানে বিএসটিআই এবং ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারাও ছিলেন।
ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত সারাবাংলাকে জানান, দোকানটিতে বিপুল পরিমাণে যৌনশক্তি বর্ধক, ডায়াবেটিস, পাইলস, সিফিলিস, গনোরিয়াসহ বিভিন্ন জটিল রোগের ট্যাবলেট, মলম ও ব্যাথানাশক তেল পাওয়া যায়। এসব ওষুধের স্ট্রিপ বা প্যাকেটের গায়ে প্রতিষ্ঠানটির কোনো লেবেল ছিল না। দোকানের ব্যবস্থাপক এসব ওষুধ নিজেরাই উৎপাদনের কথা স্বীকার করেন। কিন্তু এ সংক্রান্ত কোনো বৈধ অনুমতিপত্র দেখাতে পারেনি।
এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া সংস্থাটির লোগো লাগিয়ে বিক্রি করা হচ্ছিল মধু। দোকান থেকে প্রায় দুই লাখ টাকার ওষুধ ও মধু জব্দের পাশাপাশি এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া নগরীর জিইসি মোড়ে কিউপিএস নামে একটি মডেল ফার্মেসিতে অভিযান চালায় জেলা প্রশাসন। ফার্মাসিস্ট ছাড়া ফার্মেসি পরিচালনা, শুল্ক ফাঁকি এবং নকল প্রসাধনী বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
সারাবাংলা/আইসি/ এনইউ