বিজ্ঞাপন

আফগানিস্তানের একটি মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১৪

May 6, 2018 | 7:20 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

আফগানিস্তানের খস্ট প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

রোববার (৬ মে) দুপুরে লোকজন ওই মসজিদে নামাজ পড়াতে উপস্থিত হলে বোমা হামলা চালানো হয়।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মসজিদটির পাশেই একটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে রেজিস্ট্রেশন চলছিল। এর আগেও দেশটির বিভিন্ন ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে জঙ্গি গোষ্ঠি  ইসলামিক স্টেট।

বিজ্ঞাপন

তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠীই এ হামলার দায় স্বীকার করেনি। ইসলামিক স্টেট এর আগেও বিভিন্ন ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে হামলা করায় তাদেরকেই এ হামলার জন্য দায়ী মনে করা হচ্ছে।

ইসলামিক স্টেটের জঙ্গি গোষ্ঠিরা গত ২২ এপ্রিল কাবুলে একটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে হামলা করে ৫৭ জনকে হত্যা ও বহু মানুষকে আহত করে।

জনগণকে ভোট দিতে নিরুৎসাহিত করতে ইসলামিক স্টেট এর আগে বিভিন্ন রেজিস্ট্রেশন কেন্দ্রে হামলা চালিয়ে তার দায় স্বীকার করেছে।

বিজ্ঞাপন

তবে তালেবানরাও মানুষকে ভোট দিতে নিরুৎসাহিত করছে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন