বিজ্ঞাপন

লিফটের গর্ত থেকে শিশুর লাশ উদ্ধার

March 30, 2023 | 11:38 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: নগরীর খুলশীতে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে পাঁচ বছর বয়সী এক মেয়েশিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে কুসুমবাগ আবাসিক এলাকা থেকে বর্ষা নামে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, 'বিকেল চারটা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সেখানে পানি জমে ছিল।'

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, 'শিশুটি কীভাবে সেখানে গেলো, কীভাবে তার মৃত্য হয়েছে আমরা সেটি তদন্ত করছি। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।'

বর্ষা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে পড়তো বলে ওসি জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন