প্রতীকী ছবি
March 31, 2023 | 4:02 pm
স্টাফ করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে চীনের একটি জাহাজ থেকে সাগরে পড়ে নিঁখোজ হওয়া এক প্রকৌশলীর লাশ তিনদিন পর উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৩১ মার্চ) সকালে বহিঃনোঙ্গরে কোস্টগার্ডের নিজস্ব ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত জ্যাংক মিন ইয়ান (৪১) চীনের নাগরিক। তিনি চীনের পতাকাবাহী ‘এমভি ক্যাং হুয়ান’ জাহাজের প্রধান প্রকৌশলী ছিলেন।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান সারাবাংলাকে বলেন, সকালে বহিঃনোঙ্গরে কোস্টগার্ডের নিজস্ব ঘাটের পাশে তার লাশ ভেসে ওঠে। পরে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গত ২৮ মার্চ (মঙ্গলবার) বিকেলে বন্দরের বহির্নোঙ্গরের আলফা অ্যাংকরেজে নিরাপত্তা মহড়া চলার সময় ১৬ জন নাবিকসহ একটি লাইফবোট সাগরে পড়ে যায়। ১৫ নাবিক উদ্ধার হলেও প্রকৌশলী জ্যাংক সাগরে তলিয়ে যান।
সারাবাংলা/আইসি/এনইউ