April 2, 2023 | 5:28 pm
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বাগেরহাট: সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার সময় তিন জেলেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) দিবাগত রাতে বনের ঘাগড়ামারী এলাকা থেকে তাদের আটক করে বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে বিষ, নিষিদ্ধ জাল ও গাঁজা জব্দ করা হয়।
আটক তিন জেলেরা হলেন- বেল্লাল খাঁন (৩২), আজিজ গাজী (২৫) ও ইস্রাফিল গাজী (৩৪)। তাদের বাড়ি খুলনার দাকোপ ও কয়রা উপজেলায়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বলেন, ‘আটক জেলেদের কাছ বৈধভাবে সুন্দরবনের ভেতরে মাছ ধরার অনুমতি পত্র ছিল। কিন্তু তারা এই বৈধতার আড়ালে অবৈধভাবে মাছ শিকারের জন্য প্রস্তুত হয়ে বিষ ও নিষিদ্ধ জাল নিয়ে রওনা হন। তবে গোপনে এ খবর পেয়ে তাদের ধরে ফেলেন বনরক্ষীরা। পরে তাদের কাছে পাওয়া বন বিভাগ কর্তৃক যে জেলের নামে অনুমতি পত্র ইস্যু করা হয়েছে সেই জেলে মিজানুর রহমানসহ ছয়জনকে আসামি করে বন আইনে মামলা করা হয়েছে।’
মামলায় আমিন মৃধা, জুয়েল বিশ্বাস, বেল্লাল খাঁন, আজিজ গাজী এবং ইসরাফিল গাজীকে আসামি করা হয়েছে।
এদিকে রোরবার (২ মার্চ) সকাল ১১টার দিকে আটক তিন জেলেকে গ্রেফতার দেখিয়ে খুলনা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বন কর্মকর্তা।
সারাবাংলা/ইআ