বিজ্ঞাপন

প্রথম আলোর ডিক্লারেশন বাতিল চেয়ে জাহাঙ্গীরনগরে মানববন্ধন

April 4, 2023 | 5:41 pm

জাবি করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ প্রতিবেদন প্রকাশের অভিযোগে তুলে দৈনিক প্রথম আলোর ডিক্লারেশন বাতিল চেয়ে মানববন্ধন করেছে দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। এতে সংহতি প্রকাশ করেছে জাবি শাখা ছাত্রলীগ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেফতার দাবি করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুজ্জামান শাকিল বলেন, ‘দেশ যখন আপন গতিতে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একদল হলুদ সাংবাদিক দেশের উন্নয়নের গতিরোধ করে দিচ্ছে। প্রথম আলো যে মাছ-ভাতের স্বাধীনতার কথা বলছে এটি বর্তমান বাংলাদেশের সঙ্গে যায় না। বাংলাদেশ এখন অনেকদূর এগিয়ে গেছে।’

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সংহতি জানিয়ে বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো যৌক্তিক দাবিতে সোচ্চার। ২৬ মার্চ বাঙালির জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। ওদিন একটি শিশুকে ১০ টাকার একটি নোট দিয়ে দেশের বিরুদ্ধে যে প্রোপাগাণ্ডা চালিয়েছে তার নিন্দা জানাই। সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা এ দেশে ঠাঁই হবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই প্রথম আলো সম্পাদক এক সময় আমাদের মহানবীকে নিয়েও কটূক্তি করেছিল। তখন আলেম-সমাজের কাছে ক্ষমা চাইতে হয়েছিল। ২৬ মার্চের মিথ্যা প্রতিবেদন যেভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ ভুলের জন্য জাতির কাছে প্রথম আলো সম্পাদককে ক্ষমা চাইতে হবে।’

সংহতি প্রকাশ করে শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা দরকার, কিন্তু এই স্বাধীনতা ব্যবহার করে পাকিস্তানি দালালদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রথম আলো পত্রিকায় বলা হতো পদ্মা সেতু হবে না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটি করিয়ে দেখিয়েছেন। আমরা প্রথম আলো সম্পাদকের গ্রেফতার ও পত্রিকার ডিক্লারেশন বাতিলের জোর দাবি জানাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন