বিজ্ঞাপন

বিদিশার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ

April 13, 2023 | 8:52 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারবিরোধী ষড়যন্ত্র করছেন বিদিশা। এই ষড়যন্ত্রের সঙ্গে অবসরপ্রাপ্ত বিএনপিপন্থী অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা রয়েছেন। এরশাদের বাসভবন বারিধারা প্রেসিডেন্ট পার্কে মদের জলসা করেন বিদিশা। সেই জলসায় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিসহ নানা মন্তব্য করা হয়। এ ছাড়া নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’কে অর্থ সহায়তার চুক্তিও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিদিশার বিরুদ্ধে। হারুন-অর-রশিদ নামে এক ব্যক্তি মন্ত্রিপরিষদ বিভাগে গত ১৫ মার্চ  এ সব অভিযোগ উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

অভিযোগের এক কপি এসেছে সারাবাংলার কাছে।

মন্ত্রি পরিষদ বিভাগে অভিযোগের সঙ্গে বিদিশার মেসেজ স্ক্রিনশর্ট ৪১ পৃষ্ঠা, বিভিন্ন ভয়েস রেকর্ডিং ও এক ক্লিপ ভিডিও ফুটেজ জমা দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে অর্থায়ন সহযোগিতা আদান প্রদান করছে বিদিশা। নতুন এই জঙ্গি সংগঠনের প্রধান শামীম মাহফুজ একাধিকবার প্রেসিডেন্ট পার্কে বিদিশার সঙ্গে মিটিং করেছেন। এ ছাড়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের মাঝে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেন বিদিশা। কমিটি বাণিজ্যের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে বিদিশা সিদ্দিক সারাবাংলাকে বলেন, ‘অভিযোগের বিষয়টি আমি জানি। আামকেও এ ব্যাপারে একটি মেইল পাঠানো হয়েছে। এগুলো এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ করাচ্ছেন। তিনি যতই ষড়যন্ত্র করুক না কেন রেহাই পাবেন না।’

বিদিশার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, ‘আমি শুনেছি বারিধারা সোসাইটি এবং সিকিউরিটি দায়িত্বে যারা আছেন; তারা বলেছেন, রাত-বিরাতে প্রেসিডেন্ট পার্কে অনেক লোকজনের আনাগোনা থাকে। এ বিষয় নিয়ে পুলিশ প্রশাসনকেও একাধিকবার লিখিতভাবে জানিয়েছি। এ ছাড়া বারিধারা সোসাইটিকেও আমরা লিখিতভাবে বলেছি।’

তিনি আরও বলেন, ‘এলাকাটি একটি কূটনৈতিক জোন। তাই এরশাদ  ট্রাস্টের পক্ষ থেকেও প্রশাসনকে লিখিতভাবে সব বিষয় অবহিত করা হয়েছে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জাতীয় পার্টির একটি সূত্র জানিয়েছে, বিদিশার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। হয়ত শিগগিরই ফলাফল পাওয়া যাবে।

বিদিশার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে গুলশান থানার অফিসার ইনচার্জ ফরমান আলী বলেন, ‘এ সম্পর্কে আমার কিছু জানা নেই।’

সারাবাংলা/এএইচএইচ/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন