বিজ্ঞাপন

কাজী তামান্নার কবিতা ‘হাহাকার’

April 20, 2023 | 11:57 am

কাজী তামান্না

কিছু খুব চাওয়া অপূর্ণ থাকবে বলেই
জীবনে চাওয়ার শেষ নেই,
এই চাওয়ার মৃত্যুতেই
জীবনের পরিসমাপ্তি ঘটবে একদিন হঠাৎ
অনন্তকালের অপেক্ষার হবে অবসান
কিম্বা হয়তো মরণের পরেও
তোমার জন্য পথ চেয়ে থাকার প্রহর ফুরাবে না।
জানি মুখোমুখি আর কখনও
দেখা হবে না তোমার আমার
আর কখনও দেখতে পাবো না
তোমার চোখের মায়াভরা দুষ্টুমি
তোমার হাসি কখনও ছুঁয়ে যাবে না
আমার আবেগে কেঁপে ওঠা অধর
তবু আর একবার, শুধু একবার
খুব আপন করে তোমাকে চাই।
যদি জানো কখনও পার্থিব আমি নেই
একবার কাছে এসো,
একবার কবরের মাটি ছুঁয়ে
শুধু আমার জন্য সেই হাসিটা হেসো।
যেদিন বাতাসে ভেসে আমার নিশ্বাস
আর তোমায় উষ্ণতা দেবে না
বুঝে নিও তখন, আমি নেই আর
একবার, শুধু একবার ছুঁয়ে যেয়ো,
ঘাসে ঢাকা শীতল মাটি ছুঁয়ে তোমার উত্তাপ দিয়ো,
আমি জানবো তুমি আছো, ছুঁয়ে আছো আমরণ
যেমন কল্পনায় তোমায় ছুঁয়ে থেকেছি আজীবন জানো তো, একটু উষ্ণতার জন্য,
তোমার একটু ছোঁয়ার জন্য
আমার বুক ভরা কি এক হাহাকার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন