বিজ্ঞাপন

চাঁদরাতে

April 22, 2023 | 4:55 pm

ফারুক নওয়াজ

বুকের ভেতরে নদী কি দুলছে
যাচ্ছে কি বয়ে ঢেউ তাতে?
মনের ইজেলে আবেগের ছোপ
এঁকে কি দিয়েছে কেউ রাতে?
চোখে কি অপার বিস্ময় কোনো
জাগিয়ে দিয়েছে নিবিড় বন?
নিঝুম দুপুরে সবুজ ঘুঘুর
ডাকে কি উদাস হয়েছে মন?
যদি না এমন না হয় কখনও
যদি কল্পনা না করে ভর;
ভুলেও একটি কবিতা লেখার
চিন্তা করাই অবান্তর।

বিজ্ঞাপন

তুমি তো জানো না মিঞ্জিরি ঝোপে
কখন সারস ডানা নাচায়,
জানো না নিশীথে খজ্যোতি কখন
প্রদীপ নিভিয়ে নিদ্রা যায়।
জানো না হয়তো নিশিঝিল্লীরা
কেন ডেকে যায় থেমে থেমে,
জানো কি কখন ভাটির দেশের
নদীরা সাগরে যায় নেমে?
জানো কি মৃগরা বিপরীতে ছোটে
দেখলে বাঘের পদরেখা,
প্রকৃতির এই রূপকথাগুলো
না জেনে কবিতা হয় লেখা?

হাতের তালুতে বুনোতুলসীর
পাতা ঘষেঘষে শুঙেছ কী?
দেখোনি হয়তো ভরাবর্ষাতে
ঝরাপাতাদের ঝকমকি।
জাঠুয়া বকের পালক কুড়িয়ে
রেখেছ কখনও কানে গুঁজে?
মাঝরাতে চোখ পড়েছ কখনও
আকাশের সাদা গম্বুজে?

চাঁদরাতে নীল কাকাতুয়াদের
শিস কি শুনেছ কান পেতে
ঈদের বারতা পেয়েই ওদেরও
ওঠে আনন্দে প্রাণ মেতে।
মনের ভেতরে চোখ না থাকলে
এসব দৃশ্য দেখা কি যায়;
এসব কাহিনি অজানা থাকলে
ঈদের কবিতা লেখা কি যায়?

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন