বিজ্ঞাপন

ছায়া আর তুমি

April 22, 2023 | 10:25 pm

প্রতীক মাহমুদ

আমার সমূহ অস্থিরতার ভেতরে উঠে আসা চাঁদ
গলিত অন্ধকার দেখে আঁতকে ওঠে
তখন একটা সাপ মোড়ানো হাত জ্যোৎস্নাকে ছোবল মারলে
তুমি কেবল সম্পর্কের স্বাদ ভুলে যাও
ভুলে যাও কেউ একজন বিশ্বাসে ফিরছে।

বিজ্ঞাপন

এখন তোমার প্রতিদ্বন্দ্বী ছায়ার চোখ-মুখ ফুটে ওঠে
কথা বলে অবিকল তোমার মতো
কান্না করে, গল্প লেখে, ছবি আঁকে খুব গোপনে
এমনকি মানুষকে স্বপ্নও দেখায়
তোমার ভেতর কেউ একজন হাত রাখলে সেও টের পায়;
ছায়া আর তুমি
যেন জমজ তোমরা পাশাপাশি হাঁটছো অনেকদিন।

সারাবাংলা/এসবিডিই

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন