বিজ্ঞাপন

‘আওয়ামী লীগ চায় ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন’

April 24, 2023 | 8:51 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার চায় ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। সেটা করার জন্য যা যা দরকার তা আমরা করেছি। যাতে জাল ভোট না হয় সেজন্য জাতীয় পরিচয়পত্র স্মার্টসহ আরও নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সরকারি সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, ‘নির্বাচকে সুষ্ঠু করতে আমরা স্বাধীন কমিশন গঠন করেছি। যে কমিশন গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সরকারের কারও কোনো হস্তক্ষেপ নেই।’

তিনি বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। আমি এটুকু বলতে পারি, আমার দল চায় ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে; জনগণও চায়।’

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে মানুষ অসুবিধায় পড়বে বলে কোটি মানুষকে সস্তায় খাবার দেওয়া হচ্ছে। ৫০ লাখ মানুষ বিনা পয়সায় খাবার পাচ্ছেন। ব্যবসায়ীরা হরতালহীন পরিবেশে সুখে-শান্তিতে ব্যবসা করতে পারছেন। হরতাল, বোমার কারণে স্কুল কামাই দিতে হচ্ছে না। এত কিছুর পরে আমাদের বিশ্বাস জনগণ যদি তাদের সুন্দর ভবিষ্যত চায়, তাহলে আওয়ামী লীগকেই ভোট দেবেন।’

মোমেন বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলকে এগিয়ে আসতে হবে। প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর এটা করতে আমরা বদ্ধ পরিকর।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন