বিজ্ঞাপন

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবি

May 5, 2023 | 2:49 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কয়েকশ’ শ্রমিকের অংশগ্রহণে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তৈরি পোশাক ও চামড়া শিল্পসহ অন্যান্য রফতানিকারক শিল্প প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ২০০৬ সাল থেকে পোশাক শিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে।’

সমাবেশে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ‘দেশ ও পোশাক শিল্পের অর্থনীতির চাকা সচল রাখার জন্য রয়েছে শ্রমিকদের সক্রিয় ভূমিকা, যা দেশের ও শিল্পের অগ্রগতির অন্যতম চালিকা শক্তি। পোশাক শিল্প বাংলাদেশে সর্ববৃহৎ রফতানিমুখী শিল্প। কিন্তু বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকরা অত্যন্ত নিম্ন মজুরিতে শ্রম দিয়ে যাচ্ছে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তাদের জীবনযাত্রার মান একেবারেই নিম্নমুখী। এই শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজকের এই মানববন্ধন ও সমাবেশ।

সিপিডি গবেষণার তথ্য উল্লেখ করে নাজমা আক্তার বলেন, ‘সেন্টার পলিসি ফর ডায়ালগের (সিপিডি) গবেষণার তথ্যানুযায়ী, ঢাকার কেন্দ্রস্থলে বসবাসরত একজন ব্যক্তির মাসিক খাবার খরচ ৫ হাজার ৩৩৯ টাকা। চারজনের একটি পরিবারের ক্ষেত্রে এই খরচ হচ্ছে ২১ হাজার ৩৫৮ টাকা। যদি কোনো পরিবার পুরো মাসে একবারও মাছ, গরুর মাংস, খাসির মাংস ও মুরগি না খায় তাহলেও খরচ ৮ হাজার ১০৬ টাকা। এ খরচের মধ্যে খাবারের সঙ্গে এক কক্ষের ঘর ভাড়া, গ্যাস-বিদ্যুতের বিল, চিকিৎসা ব্যয়, স্বাস্থ্য সুরক্ষার পণ্য ক্রয়, সন্তানের পড়ালেখার খরচ, যাতায়াত, মোবাইল ফোন ও ইন্টারনেটের বিল আছে। গণপরিবহনের ভাড়াও বেড়েছে। ফলে উচ্চ মূল্যস্ফীতির কারণে পোশাক শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাচ্ছে। তাতে বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। শ্রমিকরা মজুরি কম হওয়াতে তারা তাদের শরীরের চাহিদা অনুযায়ী পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারছে না। যার ফলে অপুষ্টিহীনতায় ভুগে বয়স হওয়ার আগেই কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এতে করে শ্রমিকরা পরিবার, সমাজ তথাপি দেশের বোঝা হয়ে যাচ্ছে। যার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ছে।’

বিজ্ঞাপন

সমাবেশে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বলেন, ‘বর্তমানে প্রতিনিয়ত দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে আট হাজার টাকা নিম্নতম মজুরি দিয়ে শ্রমিকদের পরিবার-পরিজনকে নিয়ে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে। পোশাক শিল্পে শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনমানের কথা বিবেচনা করে অনতিবিলম্বে ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।’

এতে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন যুগ্ম সাধারণ সম্পাদক উর্মি আক্তার, প্রচার সম্পাদক ইয়াহিয়া খান, হোপলোন অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হালিমা বেগম, আর এমজি ওয়ার্কাস ফোরামের চেয়ারম্যান লিলি বেগম, ফাউন্টেন গার্মেন্টস ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিক ইউনিয়নের জলি আক্তার, ন্যাচারেল ডেনিমস লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমা আক্তারসহ সম্মিলিত শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এমও

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন