বিজ্ঞাপন

দুর্গম পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

May 7, 2023 | 7:14 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘দুর্গম পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধে কাজ করছে সরকার। সীমান্ত সড়কসহ অবকাঠামো উন্নয়ন সম্পন্ন হলে দুর্গম পাহাড়ে অপরাধীদের অপতৎপরতা বন্ধ হবে। তবে সন্ত্রাসীরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সুযোগ দেওয়া হবে।’

বিজ্ঞাপন

রোববার (০৭ মে) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৯ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। বিজিবি’র প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীরউত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নবীন সীমান্ত সৈনিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শৃঙ্খলা হচ্ছে সৈনিকের মূল পরিচিতি। আদেশ ও কর্তব্য পালনে যে কখনও পিছপা হয় না সে-ই প্রকৃত সৈনিক। সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি। নবীন সৈনিকেরা এসব গুণাবলীর প্রতিফলন ঘটিয়ে বাহিনীর ঐতিহ্য সমুন্নত রাখবে।’

বিজ্ঞাপন

বিজিবি’র চারটি মূলনীতি-মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতায় অনুপ্রাণিত হয়ে অর্পিত দায়িত্ব সুশৃঙ্খলভাবে পালন করে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার আহ্বান জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বিজিবি একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে। বিজিবি বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা, সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধান করছে। পাশাপাশি সীমান্তে চোরাচালান ও মাদক পাচার, নারী ও শিশু পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমন করছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।’

বিজিবি এখন জল, স্থল ও আকাশপথে দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘স্মার্ট বর্ডার ম্যানেজমেন্টের অংশ হিসেবে অত্যাধুনিক ও যুগোপযোগী সরঞ্জাম বিজিবির বহরে সংযোজন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মকাণ্ডের কলেবর বাড়াতে চুয়াডাঙ্গায় আরও একটি আধুনিক প্রশিক্ষণ সেন্টার নির্মাণ কার্যক্রম চলছে।’

বিজ্ঞাপন

২০২২ সালের ২০ নভেম্বর ৯৯ তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শুরু শুরু হয়েছিল। ৩৭ জন নারীসহ ৫৩৯ জন রিক্রুট তাদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর মধ্যে সেরা চৌকস হিসেবে মোহাম্মদ সুহেল মিয়া প্রথম হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

সারাবাংলা/আরডি/ এনইউ

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন