বিজ্ঞাপন

ইরানে তিনজনের ফাঁসি কার্যকর

May 19, 2023 | 7:11 pm

আন্তর্জাতিক ডেস্ক

সরকারবিরোধী বিক্ষোভের দায়ে ইরানে আরও তিনজনের ফাঁসি হয়েছে। তাদের বিরুদ্ধে গত নভেম্বরে ইস্পাহানে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর গুলি চালানোর অভিযোগ ছিল। ওই ঘটনায় তিনজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন।

বিজ্ঞাপন

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, তিন ব্যক্তি অন্যায় বিচারের শিকার হয়েছেন এবং তাদের নির্যাতন করা হয়েছে।

গত ডিসেম্বর থেকে এ নিয়ে সাতজনের ফাঁসি কার্যকর করেছে ইরান। এদের প্রত্যেকেই গত সেপ্টেম্বরে ইরানে নীতি পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণি মাআশা আমিনির মৃত্যুর প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ছিলেন। সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে মাআশা আমিনিকে গ্রেফতার করেছিল ইরানের নীতি পুলিশ।

শুক্রবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা হলেন, মাজিদ কাজেমি (৩০), সালেহ মিরহাশেমি (৩৬) এবং সাইদ ইয়াকুবি (৩৭)। গত ১৬ নভেম্বর ইস্পাহানে বিক্ষোভের সময় তাদের গ্রেফতার করেছিল পুলিশ। ওই বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে বাসিজ আধাসামরিক বাহিনীর দুই সদস্য এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন