May 22, 2023 | 5:57 pm
তথ্যপ্রযক্তি ডেস্ক
ব্যবহারকারীদের তথ্য বিক্রির দায়ে বড় অংকের আর্থিক জরিমানার মুখে পড়েছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর ব্যবহারকারীদের তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রির দায়ে মেটাকে ১৩০ কোটি ডলার জরিমানা করা হয়েছে। আয়ারল্যান্ডের ডাটা প্রটেকশন কমিশন এ রায় দিয়েছে।
মেটার বিরুদ্ধে অভিযোগ, ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক অঞ্চলের (ইইএ) ব্যবহারকারীদের ডাটা কঠোর নীতিমালায় সুরক্ষিত। কিন্তু এসব ডাটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নীতিমালা তোয়াক্কা না করে বিক্রি করেছে মেটা।
এর আগে ২০২১ সালে একই অভিযোগে মার্কিন ই-কমার্স কোম্পানি অ্যামাজনকে ৮৮৮ মিলিয়ন ডলারের জরিমানা করা হয়েছিল। নীতি লঙ্ঘন করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রির দায়ে মেটার ১.৩ বিলিয়ন ডলারের জরিমানা কোনো প্রযুক্তি কোম্পানির ক্ষেত্রে নতুন রেকর্ড।
তদন্তে প্রমাণ হয়েছে, ফেসবুক লগ ইন, সাইন আপ করার সময় ব্যবহারকারীরা যে তথ্য সরবরাহ করে থাকেন, সেই তথ্যই বিক্রি করে ফেসবুক। এছাড়া ব্রাউজিং হিস্ট্রি থেকেও তথ্য সংগ্রহ করে মেটা।
সারাবাংলা/আইই