বিজ্ঞাপন

ভিনিসিয়াসের প্রতি বর্ণবাদী আচরণে ভ্যালেন্সিয়ার শাস্তি

May 24, 2023 | 2:08 pm

স্পোর্টস ডেস্ক

দুইদিন গোটা বিশ্ব তোলপাড় ভিনিসিয়াস জুনিয়রের প্রতি বর্ণবাদি আচরণে। এরপর সোমবার (২৩ মে) লা লিগা শাস্তি দিয়েছে ভ্যালেন্সিয়াকে। যে মাঠে বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়াস সেই স্টেডিয়ামের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ভ্যালেন্সিয়াকে করা হয়েছে আর্থিক জরিমানাও।

বিজ্ঞাপন

ভ্যালেন্সিয়ার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়ির। লা লিগা ভিনিসিয়াসের সেই লাল কার্ডও তুলে নিয়েছে। আর তাই তো বুধবার (২৪ মে) রাতে ঘরের মাঠে খেলতে নামতে আর বাধা থাকলো না ভিনিসিয়াসের।

লা লিগার ম্যাচে রোববার ভালেন্সিয়ার মাঠে রিয়াল মাদ্রিদের ম্যাচের দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে বর্ণবাদি আচারণ করে সমর্থকরা। আর এই ঘটনায় খেলা বন্ধ থাকে মিনিট দশেক। শেষ দিকে আবার ভিনিসিয়াসকে ঘিরেই মাঠের ভেতর ছড়িয়ে পড়ে উত্তেজনা। দুই দলের ফুটবলারদের হাতাহাতি শুরু হয়। পরে ভিনিকে লাল কার্ড দেখান রেফারি।

চলতি মৌসুমে এই প্রথম নয় লা লিগায় বেশ কয়েকটি ম্যাচেই ভিনিয়াসের উদ্দেশ্যে বর্ণবাদী আচরণের ঘটনা ঘটেছে। আনু্ষ্ঠানিক অভিযোগও করা হয়েছে বারবার, তদন্ত হয়েছে। তবে শেষ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি লা লিগা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এরপরেই গোটা বিশ্ব ভিনিসিয়াস জুনিয়রের সমর্থনে ফেটে পড়েন। আর বর্ণবাদের শিকার হওয়ার পর ও তাকে নানাভাবে উসকে দেওয়ার পরও তাকেই লাল কার্ড দেওয়ার ব্যাপারটিরও বিরোধিতা করে সমর্থকরা।

র‌য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ভিএআর দেখার সময় রেফারি ঘটনার পুরোটা দেখতে পাননি বলেই লাল কার্ডের সিদ্ধান্ত দিয়েছিলেন।

বিবৃতিতে জানানো হয়, ‘আরএফইএফ কম্পিটিশন কমিটি এটা বিবেচনায় নিয়েছে যে, মাঠের ওই সময়কার ঘটনার সমগ্রতা ভাবনায় না রেখেই রেফারি মূল্যায়ন করেছেন, যা রেফারির সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। যেহেতু ঘটনার নিশ্চায়ক একটি অংশ দেখা থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল, এজন্যই সে একপাক্ষিক একটি সিদ্ধান্ত নিয়েছিল। যা হয়েছে, সেটির উপযুক্ত মূল্যায়ন করা তার পক্ষে সম্ভব ছিল না।’

বিজ্ঞাপন

ঘরের মাঠে বুধবার রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচে খেলতে তাই কোনো বাধা নেই ভিনিসিয়াসের। যদিও চোটের কারণে এই ম্যাচে খেলা নিয়ে তার শঙ্কা আছে কিছুটা। ইএসপিএনের খবর, বাঁ হাঁটুর ব্যথায় মঙ্গলবার অনুশীলন করতে পারেননি ২২ বছর বয়সী এই তারকা।

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন