May 25, 2023 | 8:49 am
স্পোর্টস করেসপন্ডেন্ট
ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জিততেই হতো আইপিএলে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে। এমন সমীকরণে খেলতে নেমে আগে ব্যাটিং করে খুব বড় সংগ্রহ গড়তে পারেনি রোহিত শর্মার দল। এবারের আইপিএলে যেখানে হরহামেশাই দুইশ ছাড়ানো ইনিংস দেখা যাচ্ছে বাঁচামরার ম্যাচে মুম্বাই তুলেছিল ১৮২ রান। তবে অখ্যাত আকাশ মাধওয়ালের দুর্দান্ত বোলিংয়ে এই সংগ্রহ নিয়েই বড় ব্যবধানের জয় পেল মুম্বাই।
আইপিএলের এলিমিনেটর ম্যাচে গতকাল লক্ষ্ণৌ সুপার জায়েন্টকে ৮১ রানের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই। যাতে এবারের আইপিএল থেকে বিদায় নিশ্চিত হলো লক্ষ্ণৌর। অপর দিকে ফাইনালের লড়াইয়ে টিকে রইলো মুম্বাই। গুজরাট লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে মুম্বাই। ওই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে সঙ্গী হবে চেন্নাই সুপার কিংসের।
গতকাল এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে মুম্বাইয়ের দুই ওপেনার অফ ফর্মে থাকা রোহিত শর্মা (১১) ও ইশান কিষান (১৫) ফিরেছেন দলীয় ৩৫ রানের মধ্যেই। তারপর ক্যামেরুন গ্রিন ও সূর্যকুমার যাদবের শক্ত একটা জুটি হয়েছে। তৃতীয় উইকেটে মাত্র ৩৮ বলে ৬৬ রান তুলেছেন দুজন।
দুজনের কেউই অবশ্য ফিফটি পাননি। ২৩ বলে ৬টি চার ১টি ছয়ে ৪১ রান করে ফিরেছেন গ্রিন। সূর্যকুমার ২০ বলে ৩০ রান করে ফিরেছেন ২টি করে চার-ছয় হাঁকিয়ে। শেষ দিকে নেহাল ওয়াধেরা ১২ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। মাঝে তিলক ভার্মা ২২ বলে করেছেন ২৬ রান।
লক্ষ্ণৌর হয়ে ৩৮ রানে চার উইকেট নিয়েছেন আফগান পেসার নাভিন-উল হক। ইয়াশ ঠাকুর ৩৪ রানে নিয়েছেন তিন উইকেট।
পরে বোলিংয়ে নেমে শুরুতেই প্রতিপক্ষকে ধাক্কা দিতে পেরেছে মুম্বাই। ২৩ রানের মধ্যেই দুই উইকেট তুলে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। পরে মাঝে ও শেষের ওভারগুলোতে মিডিয়াম পেসে লক্ষ্ণৌকে রীতিমতো বিধ্বস্ত করেছেন আকাশ মাধওয়াল। ৩.৩ ওভারে মাত্র ৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি।
অখ্যাত আকাশের বিধ্বংসী বোলিংয়ে ১৬.৩ ওভারে ১০১ রানেই গুটিয়ে গেছে লক্ষ্ণৌ। দলটির পক্ষে মার্কাস স্টয়নিস ২৭ বলে সর্বোচ্চ ৪০ রান করেন।
সারাবাংলা/এসএইচএস