বিজ্ঞাপন

‘ঋণের বোঝা’ সইতে না পেরে ভ্যানচালকের আত্মহত্যা

May 26, 2023 | 1:03 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: ঝালকাঠির নলছিটিতে বিষপানে ইউসুফ আলী মৃধা (৪৮) নামে এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সারদল গ্রামের হাকিম মৃধার ছেলে। তার তিনটি কন্যা সন্তান রয়েছে। ঋণের বোঝা সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনদের ধারণা।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার (২৫ মে) রাতে ইউসুফ আলী মৃধা বাড়ি না ফেরায় শুক্রবার (২৬ মে) সকালে পরিবারের লোকজন খোজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের একটি কৃষি জমিতে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায়। তার মুখ থেকে ফেনা বের হচ্ছিলো। তাক্ষণিক তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানায়, নিজের বসতঘর তৈরি করার জন্য কয়েকটি এনজিও থেকে প্রায় চার লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন ইউসুফ আলী মৃধা। আরও কয়েকজন ব্যক্তির কাছ থেকে সুদে বেশ কিছু টাকা নেন। ঋণ পরিশোধ নিয়ে তিনি বেশ হতাশ ছিলেন। এরমধ্যে বৃহস্পতিবার দুপুরে কয়েকজন এনজিও কর্মী বাড়িতে এসে কিস্তি পরিশোধের জন্য চাপ দেন। অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে তিনি বিষপান করেন।

বিজ্ঞাপন

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিবারের লোকজন অভিযোগ দিলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন