বিজ্ঞাপন

সবজির চড়া দামে অস্বস্তি

May 26, 2023 | 1:30 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আমদানির খবরে পেঁয়াজের দাম বাজারে কিছুটা কমলেও অস্বস্তি তৈরি হয়েছে সবজির দামে। ৬০ টাকার নিচে সবজি নেই বললেই চলে। বাজারগুলোতে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি।

বিজ্ঞাপন

শুক্রবার ( ২৬মে) রাজধানীর কাওরানবাজার ও বসুন্ধরা কাঁচা মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, বেগুন বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। কাঁকরোল ১০০ টাকা, পেঁপে ৮০ টাকা, করলা ১০০ টাকা,বরবটি বিক্রি হচ্ছে কেজি ৯০ টাকা, প্রতি কেজি পটল ৮০ টাকা, ঢেঁড়স ৭৫ টাকা, ঝিঙে ৮৫ টাকা, টমেটো কেজি ৮০ টাকা, মুলা ৭০ টাকা, শসা ৭৫ টাকা, মিষ্টি কুমড়া (পিস) ৬০ টাকা, গাজর প্রতি কেজি ১০০ টাকা, কচুর লতি ৯০ টাকা বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের কেজি ৮০ টাকা থেকে কমে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

বসুন্ধরা কাঁচাবাজারের পাইকারী সবজি বিক্রেতা আব্দুল হেকিম বলেন, সবজি কেউ ধরাবাঁধা নিয়মে বিক্রি করতে পারে না। বাজারে তথা মোকামে মাল বেশি উঠলে দাম একটু কমে। আবার মালের ঘাটতি থাকলে দাম বাড়ে। এখন দাম বাড়লে আমাদেরও বেশি দামে কিনতে হয়। যা পরে বেশি দামে বিক্রি করতে হয়। এছাড়া দোকানের কর্মচারী থেকে শুরু করে নানা খরচ রয়েছে। সবমিলে আমাদের লাভ বেশি হয় না। বরং দাম কম থাকলে আমাদের লাভ বেশি।

বসুন্ধরা কাঁচাবাজারে বাজার করতে আসা রাশেদা খানম বলেন, নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই। প্রতি সপ্তাহে বাজারে কিছু না কিছুর দাম বাড়েই। যেমন গত সপ্তাহে পেঁয়াজের কেজি ছিলো ৮০ টাকা সেটা একটু কমে আজকে ৭৫ টাকা। কিন্তু অন্যান্য সবজির দাম বাড়তি। গত সপ্তাহের তুলনায় সব সবজি প্রায় ৫-১০ টাকা বাড়তি। মাছ মাংসতে হাত দেওয়ার অবস্থা নেই। এখন সবজিতে একই অবস্থা।

বিজ্ঞাপন

কাওরান বাজারে মাছের দামের অবস্থা স্থিতিশীল। প্রতি কেজি পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪৮০-৫২০ টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে কেজি ৫০০-৫৫০ টাকা, টেংরা মাছ বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা, বোয়াল মাছ বিক্রি হচ্ছে ৪৫০-৫৫০ টাকা, পাঙাস মাছ বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকা, চাষের কই প্রতি কেজি ৫২০-৫৮০ টাকা, দেশি কই ৭শ টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকা, রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০-৩৫০ টাকা, কাতল মাছ বিক্রি হচ্ছে ৪৫০-৫৫০ টাকা বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারে মাছ কিনতে এসেছেন বেসরকারি চাকরিজীবী অর্পন হুসাইন। কথা হলে সারাবাংলা প্রতিবেদকে তিনি বলেন, মাছের বাজার গত সপ্তাহের তুলনায় একটু স্বাভাবিক। তবে দাম যা বাড়ার সেটা তো আগেই বেড়ে গেছে। এক কেজি ভাল মাছ কিনতে হলে ৫০০ টাকার উপরে যেতে হবে। বেতন তো বাড়ছে না কিন্তু দামতে ঠিকই বাড়ছে। গত ৪ বছর একই বেতনে কাজ করছি। কিন্তু পরিবারে খরচ ঠিকই বাড়ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন