May 26, 2023 | 9:32 pm
সারাবাংলা ডেস্ক
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের প্রগতিশীল সামাজিক আন্দোলনের সংগঠন প্রয়াত নাসিমুল গণির স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণসভায় চট্টগ্রামের প্রগতিশীল সংগঠকরা নাসিমুল গণির স্মৃতিচারণ করেন।
স্মরণসভায় সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, ‘নাসিমুল গণিকে নব্বই দশক থেকে চিনি। অনেক কাজ নাসিমুল গণি করেছেন। আবার করতে চেয়েছেনও। ৩০ বছর আগে একক উদ্যোগে বইমেলা করতে গিয়ে তিনি অনেক অর্থ খরচ করে ফেলেছিলেন। নিজের সব উজাড় করে দিয়ে কিসে মানুষের কল্যাণ হয় সেটাই তার চিন্তা ছিল। মানুষের প্রতি ভালোবাসা ও কল্যাণ চিন্তা অসুস্থ অবস্থায়ও নাসিমুল গণির মধ্যে ছিল। নিজের সময়কে জয় করে তিনি চলে গেছেন। সকলের মনে তিনি আসন গেড়েছেন। আমাদের মনে বহু বহুদিন তিনি বেঁচে থাকবেন।’
১৪ দল চট্টগ্রামের সমন্বয়ক ও চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘নাসিমুল গণি হঠাৎ চলে গেছেন। তার সহযাত্রীরা সকলেই আছেন। তিনি যে রাজনৈতিক সংগঠন করতেন তার সঙ্গে আমি যুক্ত ছিলাম না। ৭৫ পরবর্তী সময়ে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ভালো কিছু করার আকাঙ্ক্ষা থেকে আমাদের পথচলা শুরু হয়। ভিন্ন সংগঠন হলেও আমাদের মধ্যে নৈকট্য ছিল। মধ্যবিত্ত সমাজের তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে আমাদের রাজনৈতিক দার্শনিকরা সঠিক পথ দেখাতে সফল হননি। সমাজকে, রাষ্ট্রকে এ তরুণরা কিছু দিতে চেয়েছিল। কিন্তু নেতাদের কারণে তারা লক্ষ্যে পৌঁছাতে পারল না।’
গবেষক শরীফ শমসির বলেন, ‘নাসিমুল গণি চট্টগ্রামকে খুব ভালোবাসতেন, প্রগতিশীল বাংলাদেশের স্বপ্ন দেখতেন। এক জীবনে সব কাজ শেষ করা যায় না। তিনি জীবনের চেয়েও বড় স্মৃতি তৈরি করে গেছেন। স্কুল জীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পর্কিত ছিলেন। জানতেন, সকল সংকট দূর করতে হলে সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রয়োজন। ভবিষ্যত প্রজন্মও সেটা অনুভব করবে। সেদিন নাসিমুল গণির প্রচেষ্টার গুরুত্ব অনুধাবিত হবে।’
ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় স্মৃতিচারণ করে আরও বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আবু হানিফ, জাসদ নেতা মো. সোলায়মান খান, মজিবুল হক, দেওয়ান মাকসুদ, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, নাসিমুল হক নবাব, সুজাউদ্দিন জাফর, কাজী এ এম এমমমতাজুল ইসলাম, কবি ও নাট্যকার অভীক ওসমান, ইউসুফ মোহাম্মদ, সাইফুদ্দিন সাকী, দেবাশীষ চৌধুরী, নুরুল আবছার চৌধুরী আশু, নারগিস আক্তার, জামাল নাসের চৌধুরী ও প্রয়াতের ছেলে ফাহিম শাহরিয়ার আকাশ।
জাসদপন্থী ছাত্রলীগ থেকে উঠে আসা নাসিমুল গণি ওয়ার্কাস পার্টির সক্রিয় কর্মী ছিলেন। এছাড়াও তিনি প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের একজন সামনের কাতারের সংগঠক ছিলেন। সমাজ অধ্যয়ন কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক নাসিমুল গণি গত ১৭ এপ্রিল মারা যান।
সারাবাংলা/আরডি/আইই