বিজ্ঞাপন

বিকল্প অধিনায়ক হিসেবে লিটনের নাম বললেন পাপন

May 26, 2023 | 11:19 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

চোটের কারণে মাঠের বাইরে টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচে সাকিবের খেলতে পারার সম্ভবনা নেই বললেই চলে। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন কে? এমন আলোচনা কদিন ধরেই চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন বললেন লিটন কুমার দাসের নাম।

বিজ্ঞাপন

টেস্ট দলের সহ-অধিনায়ক লিটন দাস। অধিনায়কের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবে তারই নেতৃত্ব দেওয়ার কথা। পাপনও সেটিই বললেন।

শুক্রবার (২৬ মে) বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের ১০ বছর পুর্তি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন কথা বলেন পাপন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘সাকিব আল হাসান (টেস্ট অধিনায়ক) চোটে থাকাতে সহঅধিনায়ক যে, সে হবে অধিনায়ক। লিটন দাস সহ-অধিনায়ক, আমিতো তা-ই জানি (লিটন নেতৃত্ব দিবে)। অন্য কিছু এখনো শুনি নাই, না শুনলে কীভাবে বলব।’

টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই লিটনের। অবশ্য ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন তিনি। ওয়ানডের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অনুপস্থিতিতে তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন এক ম্যাচে।

বিজ্ঞাপন

আাগমী ১৪ জুন থেকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। ম্যাচটা হওয়ার কথা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন