বিজ্ঞাপন

‘গাজীপুরে দেখিয়েছি আমরা সুষ্ঠু নির্বাচন করব’

May 27, 2023 | 7:29 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নতুন ভিসা নীতিতে আমেরিকা বলেছে, সুষ্ঠু নির্বাচনে যারাই বাধা দেবে তাদের ভিসা বন্ধ করে দেবে। সর্বশেষ গাজীপুরে সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দিয়েছি আমরা সুষ্ঠু নির্বাচন করব। কাজেই বাইরে কে নিষেধাজ্ঞা দিল, ভিসা বন্ধ করে দিল তা নিয়ে শেখ হাসিনার মাথাব্যাথা নেই। আসন্ন চার সিটি করপোরেশনসহ আগামী নির্বাচনও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করব।’

বিজ্ঞাপন

শনিবার (২৭ মে) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ উদ্যোগে রাজধানীর মধ্য বাড্ডার লুৎফর টাওয়ারের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতা কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে উত্তর মহানগর আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমেরিকার নতুন ভিসা নীতিতে বিএনপির গলা বসে গেছে, মুখ শুকিয়ে গেছে। বিএনপি নির্বাচনকে ভয় পায় না, ভয় পায় এদেশকে এগিয়ে নিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে।’

নাটক নাটক খেলা শুরু হয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কেরানীগঞ্জে বিএনপির নাটক ধরা খেয়েছে। কেরানীগঞ্জে নাটক, খাগড়াছড়িতেও নাটক। আওয়ামী লীগকে আক্রমণকারী সাজাতে এই নাটক। আমেরিকা যে ভিসা নীতি প্রকাশ করেছে তাতে, নির্বাচনে বাধা দিলে খবর আছে। সেজন্য বিএনপি নতুন কৌশল নিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মার্কিন নতুন ভিসা নীতিতে আমাদের একটা লাভ হলো— এতদিন তারা নালিশ করেছে আমেরিকার দরবারে, নিষেধাজ্ঞা আসবে, নিষেধাজ্ঞা কই? নিষেধাজ্ঞা এখন তাদের বিরুদ্ধে নতুন ভিসা নীতিতে। নির্বাচনে গোলমাল করলে, ভাঙচুর করলে, মানুষ পোড়ালে, বাস পোড়ালে, জ্বালাও-পোড়াও’র রাজনীতি করবে, আগুন সন্ত্রাস করবে— তারাই আজকে ভয় পাচ্ছে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এছাড়াও মহানগর আওয়ামী লীগের নেতারা প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন