বিজ্ঞাপন

সমুদ্রপাড়ে গানে গানে মানবপাচার প্রতিরোধের ডাক মমতাজের

May 28, 2023 | 11:06 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার: সমুদ্র সৈকতে শ্রোতাদের সুরের মূচ্ছর্ণায় ভাসালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, সংসদ সদস্য মমতাজ বেগম। একইসঙ্গে ডাক দিলেন মানবপাচার প্রতিরোধের। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে শ্রোতারাও নিলেন মানবপাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ।

বিজ্ঞাপন

মানবপাচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে সমুদ্র পাড়ে অনুষ্ঠিত হয়েছে কনসার্ট। এতে মমতাজসহ গান পরিবেশন করে ব্যান্ড ‘মাদল’। অনুষ্ঠানে মানবপাচার বিরোধী একটি ‘পট গান’ এবং মানবপাচার প্রতিরোধে সচেতনতা, সমাজে মানব পাচারের শিকার সারভাইভারদের অধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র ‘আগুনপাখি’ প্রদর্শন করা হয়।

শনিবার (২৮ মে) রাতে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সুইজারল্যান্ডের সহযোগিতায়, জেলা প্রশাসন কক্সবাজার ও উইনরক ইন্টারন্যাশনানের আয়োজনে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। মানবপাচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান শ্রোতারা।

বিজ্ঞাপন

সমুদ্রপাড়ে গানে গানে মানবপাচার প্রতিরোধের ডাক মমতাজের

সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম জানান, মানবপাচার এবং বিদেশে গমণে প্রতারিত হওয়ার ব্যাপারে সচেতনতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানবপাচার বন্ধে সরকারের ব্যাপক ব্যবস্থাপনা থাকলেও সচেতনতার বিকল্প নেই। তাই গানের মধ্য দিয়ে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে দর্শকদের মাঝে।

বিজ্ঞাপন

উইনরক ইন্টারন্যাশনাল সুইজারল্যান্ডের সহায়তায় মানবপাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে ‘আশ্বাস’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি ২০১৮ সাল থেকে দেশের মানবপাচারের ঝুঁকিপ্রবণ পাঁচটি জেলা- কক্সবাজার, খুলনা, যশোর, সাতক্ষীরা ও চট্টগ্রামের ১৫টি উপজেলায় মানবপাচার বিরোধী কার্যক্রম বাস্তবায়ন করছে।

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন