বিজ্ঞাপন

তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক খুন

May 28, 2023 | 12:34 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে তুচ্ছ ঘটনার জেরে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৮ মে) নগরীর পাহাড়তলী থানার হালিশহর নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। নিহত আজাদুর রহমান (৩০) হালিশহর নয়াবাজারের নাজিরবাড়ির বাসিন্দা।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে জানান, আজাদ ও তার ভাই নয়াবাজার এলাকায় নৈশপ্রহরীর কাজ করেন। ভোর ৫টা ২০ মিনিটে আজাদকে ছুরিকাঘাতে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি বলেন, ‘রাতে খোলা জায়গায় এক যুবক প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিল। বাধা দেওয়ায় যুবকের সঙ্গে আজাদ ও তার ভাইয়ের ঝগড়া হয়। ডিউটি শেষে ভোরে বাসায় ফেরার পথে আজাদকে ছুরিকাঘাত করা হয়। ফেসবুকে একটি ভিডিওতে দেখা গেছে, মৃত্যুর আগে আজাদ তার হত্যাকারী হিসেবে ওসমান ও রাজু নামে দু’জনকে দায়ী করেছেন। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।’

আজাদের স্বজন পরিচয় দেওয়া মো. হুমায়ুন নামে এক ব্যক্তি জানিয়েছেন, নয়াবাজার এলাকায় রাস্তার দোকান ও পার্কিং থেকে চাঁদা তোলা নিয়ে রাজু নামে একজনের সঙ্গে আজাদের বিরোধ হয়েছিল। সেই বিরোধের জেরে আজাদের ওপর হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন