বিজ্ঞাপন

সহকর্মীদের কাছে দুঃখ প্রকাশ রাজের, পরীকে নিয়ে কিছুই বললেন না

May 31, 2023 | 4:15 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

‘পরান’ অভিনেতা শরিফুল রাজের ফেসবুক থেকে হুট করে কিছু ভিডিও ও ছবি প্রকাশ। ভিডিওতে সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে দেখা গিয়েছিলো। যেখানে তারা আড্ডায় ‘ক্যাজুয়াল’ কিছু শব্দ ব্যবহার করেছেন। আর ছবিতে ছিল সুনেরাহ’র সঙ্গে রাজের ভিডিও কলের স্ক্রিনশট। মঙ্গলবার (৩০ মে) মধ্যরাতে তার আইডির স্টোরিতে সেগুলো প্রকাশের ১৭ মিনিটের মধ্যে আবার গায়েব। কিন্তু তখন তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে সুনেরাহ এক স্ট্যাটাসের মাধ্যমে জানান, ছবি ও ভিডিওগুলো পাঁচ বছর আগে ‘ন ডরাই’ ছবির শুটিং প্রস্তুতির সময়ের। তাছাড়া রাজ তার ১০ বছরের বন্ধু। তারা ‘ক্যাজুয়াল আড্ডায়’ এভাবেই কথা বলেন। তিনি ওই স্ট্যাটাসে এ ছবিগুলো ছড়ানোর পিছনে রাজের স্ত্রী পরীমণির দিকে ইঙ্গিত করেন। এতে ক্ষেপে যান পরী। তিনিও গণমাধ্যমের কাছে দাবি করেন, দশ দিন ধরে রাজ তার কাছে নেই। সে সুনেরাহদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে।

তবে সারাদিনের রাজকে খুব একটা পাওয়া যায়নি। স্বল্প সময়ের জন্য যখন পাওয়া গিয়েছিলো তখন তিনি একবার বলেছিলেন, ডাবিং করছেন। একবার বলেছেন, ফটোশ্যুট করছেন। তার আইডি থেকে কোনো কিছু ছড়ানোর ব্যাপারে তার জানা নেই। তবে ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন রাজ। সেখানে তিন বন্ধু ও সহকর্মী সুনেরাহ, তিশা ও তুষির কাছে ‘শর্তহীন দুঃখ’ প্রকাশ করেছেন। তবে এ ঘটনায় পরীমণির করা মন্তব্য নিয়ে নিশ্চুপ থেকেছেন এ অভিনেতা।

রাজ তার ফেসবুক ও আইডিতে একই সঙ্গে বিবৃতিটি প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন তাকে হেনাস্থা করার উদ্দেশ্যেই কেউ কাণ্ডটি ঘটিয়েছে। তিনি লিখেছেন, ‘আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড/অ্যাকসেস এমন কারো কাছে আছে অথবা হ্যাক করে কেউ আমার দীর্ঘকালের বন্ধু ও সহকর্মীদের সঙ্গের নিতান্ত বন্ধুত্বের আড্ডার ঘটনা লিক করে দেয়। যে বা যারা এই কাজ করেছে, তাদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্তা করা। হয়তো তারা সফলও হয়েছে।’

বিজ্ঞাপন

বন্ধুত্বের আড্ডায় কেউ আভিধানিক শব্দ ব্যবহার করে কথা বলেন না, এমনটা দাবি রাজের। তিনি লেখেন, ‘নিশ্চয়ই আপনাদের প্রত্যেকেরই এমন অনেক বন্ধু রয়েছে- যাদের সাথে আপনারা আভিধানিক শব্দে কথা বলেন না, একসাথে পথ চলার সময় ভবিষ্যৎ ভাবনা নিয়ে পথ চলেন না। যাদের সাথে অনেক বেফাঁস কথা বলেন, কারণ বন্ধুত্ব তো এমনই। লিঙ্গ, বর্ণ, বয়সসহ সকল সীমারেখার উপরে মানুষের বন্ধুত্ব।’

‘কিন্তু সমস্যা হয়, যখন কেউ অসৎ উদ্দেশ্যে বন্ধুত্বের মতো সম্পর্কের মাঝখানে লৈঙ্গিক পরিচয়ের সীমারেখা টেনে, ব্যাপারটাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। যখন কেউ বন্ধুদের মধ্যকার দ্বিধাহীন আড্ডার আলাপ টক অব দ্যা টাউনে পরিণত করে। আমিও তেমনই এক সমস্যায় পড়েছি।’

রাজ জানান, ডাবিং নিয়ে ব্যস্ত থাকায় তিনি কয়েকদিন ধরে কয়েকটি সিনেমার স্ক্রিপ্ট রিডিং সেশনে অংশ নিতে পারছেন না। এমন সময় এ ঘটনা ঘটলো। তাকে সত্য মিথ্যে মিলিয়ে নানা ঘটনা চাউড় হলেও চুপ ছিলেন। কিন্তু তিনি বলেন, ‘নীরবতা মানেই দুর্বলতা না।’

বিজ্ঞাপন

সবশেষ রাজ লেখেন, ‘বহুবার হোঁচট খেয়েই তো হাঁটতে শিখেছি! আবারও হোঁচট খেলাম। আপনাদের দোয়া ও ভালোবাসা সাথে থাকলে নিশ্চয় আরো পরিণত হবো, শিখবো অতীতের ভুল থেকে।’

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন