বিজ্ঞাপন

জমি দখল করতে গিয়ে খুন, ২ আসামির মৃত্যুদণ্ড

May 31, 2023 | 6:44 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে ছুরিকাঘাতে খুনের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আরও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৩১ মে) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এ রায় দিয়েছেন।

অতিরিক্ত মহানগর পিপি সিরাজুল মোস্তফা মাহমুদ সারাবাংলাকে জানিয়েছেন, রায়ে দণ্ডবিধির ৩০২/১৪৯ ধারায় মো. জাবেদ ও হাবিজ আহমদ নামে দুই আসামিতে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মিন্টু মিয়া নামে আরেক আসামিকে একই ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, ২০১০ সালের ৫ নভেম্বর সকালে কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকায় জমি দখল নিয়ে দু’পক্ষে ঝগড়া শুরু হয়। জমির মালিক আব্দুস সবুরকে দখলে বাধা দেয়ায় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করা হয়। সবুরের বড় ভাইসহ পরিবারের আরও কয়েকজন সদস্যকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় সবুরের স্ত্রী বাদী হয়ে ১০ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। কর্ণফুলী থানার তৎকালীন এসআই উৎপল বড়ুয়া ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর নয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সিরাজুল মোস্তফা মাহমুদ জানান, অভিযোগপত্র দাখিলের পর ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ফরিদ আহমদ নামে এক আসামি মারা যান। ২০১৫ সালের ৮ এপ্রিল ফরিদকে বাদ দিয়ে আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ছবির আহমদ নামে আরেক আসামি বিচার চলাকালে ২০১৬ সালের ১৪ নভেম্বর মারা যান। এরপর সাতজন আসামি বিচারের মুখোমুখি হন। রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

রায় ঘোষণার সময় সাত আসামির সবাই আদালতে হাজির ছিলেন। তিনজনকে সাজামূলে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন