June 4, 2023 | 3:03 pm
আন্তর্জাতিক ডেস্ক
মিশরীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার গুলিতে তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। সীমান্তে গুলিবিনিময়ের সময় প্রাণ হারায় ওই তিন ইসরাইলি সেনা। এ ঘটনার যৌথ তদন্তের কথা জানিয়েছে দুই দেশের সামরিক বাহিনী।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, একটি মাদক চোরাচালান বিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোরে সীমান্তের একটি দূরবর্তী স্থানে টহলরত এক নারী ও এক পুরুষ ইসরায়েলি সেনা নিহত হন।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রেডিওর মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তিনি ঘটনাস্থলে গিয়ে দুই মরদেহ দেখতে পান। তাদের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা পর একটি অনুসন্ধান দল সন্দেহজনক বন্দুকধারীকে ঘিরে ফেলে। এসময় বন্দুকধারী গুলি চালায়। গুলিবিনিময়ে আরও এক ইসরাইলি সেনা নিহত হয়। ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী।
মিশরীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বন্দুকধারী মিশরীয় নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা। তিনি মাদকবিরোধী অভিযান চালাতে সীমান্ত ছিলেন।
সারাবাংলা/আইই