বিজ্ঞাপন

খেরসনে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ধ্বংস

June 6, 2023 | 1:33 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের খেরসন অঞ্চলে দানেপ্র নদীর উজানে একটি জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ রুশ হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) সকালে এ ঘটনা ঘটেছে। এতে বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রের মধ্য দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ জল অনিয়ন্ত্রিতভাবে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

নোভায়া কাখোভকা অঞ্চলটি বর্তমানে রাশিয়ার দখলে। শহরের মেয়র ভ্লাদিমির লিওন্তিয়েভ রুশ বার্তা সংস্থা রিয়া নোভস্তিকে জানিয়েছেন, মূল অবকাঠামোর উপরের অংশ ধ্বংস হয়ে গেছে। এতে বাঁধের বেশ কয়েকটি ফ্লাডগেট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ বলেছে, কাখোভকা বাঁধটি রাশিয়ান বাহিনী ধ্বংস করেছে, অন্যদিকে রাশিয়ান কর্তৃপক্ষ ইউক্রেনকে দায়ী করেছে। কয়েক মাস ধরে, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বাঁধটি উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ করে আসছে। এই বাঁধটি থেকে স্থানীয়দের খাবার পানি, কৃষিকাজে সেচ এবং নিকটবর্তী জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের শীতলীকরণের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করা হয়।

বিজ্ঞাপন

খেরসন প্রদেশের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার প্রোকুদিন স্থানীয় জনগণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় বলেছেন, রাশিয়ান সেনাবাহিনী আরেকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা কাখোভকা বাঁধ উড়িয়ে দিয়েছে।

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন