June 7, 2023 | 2:37 pm
চবি করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: ‘প্রতিবন্ধী ব্যক্তিরা লিখতে পড়তে জানে না তাদের কিভাবে চাকরি দেব’- সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সক্ষম শিক্ষার্থীরা।
বুধবার (৭ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করে তারা এ মন্তব্যের প্রতিবাদ জানান।
গত রোববার প্রতিবন্ধীদের আন্দোলন কর্মসূচি নিয়ে ঢাকায় এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরু এ মন্তব্য করেন।
এর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে চবি’র শিক্ষার্থীরা প্রতিমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তারা আবারও ১৩ দফা দাবি তুলে ধরে বলেন, ‘এসব দাবি বাস্তবায়ন না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’
মানববন্ধনে বাংলা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিদ্ধান্ত মিস্ত্রি বলেন, ‘সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর কাজ দরিদ্র, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করা। কিন্তু তিনি যখন প্রতিবন্ধীদের নিয়ে এমন মন্তব্য করেন, তখন তার যোগ্যতা, দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।’
সমাজতত্ত্ব বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী মাইদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছিলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ ব্যবস্থায় চাকরি দেওয়া হবে। এখন পর্যন্ত তার কোনো বাস্তবায়ন ঘটেনি। আমরা চাকরির পরীক্ষাগুলোতে অভিন্ন শ্রুতিলেখক নীতিমালা না থাকার কারণে প্রতিটা পরীক্ষা ঠিকমতো দিতে পারি না। ৮৫০ টাকা করে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির কারণে এই ৮৫০ টাকায় কি হয় ? বিশ্ববিদ্যালয়গুলোতে পাঁচশরও বেশি প্রতিবন্ধী শিক্ষার্থী অধ্যয়ন করেন। তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় না।’
১৩ দফা দাবির মধ্যে আছে-
চাকরিতে বিশেষ নিয়োগ,
মাসিক ১০ হাজার টাকা ভাতা,
এক হাজার কোটি টাকায় বিশেষ চাহিদা সম্পন্নদের উদ্যোক্তা তহবিল গঠন,
প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতরকে কার্যকর করা,
স্বাস্থ্য ও কেয়ারগিভার ভাতা প্রদান,
সংসদে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন এবং
বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য মন্ত্রণালয় ভিত্তিক বাজেট নির্ধারণ।
সারাবাংলা/এইচএফ/ইআ