বিজ্ঞাপন

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণ, ধসে পড়েছে দেয়াল

June 8, 2023 | 8:21 am

লোকাল করেসপন্ডেন্ট

বেনাপোল: বেনাপোলের ছোটআঁচড়া মোড়ে একটি ট্রান্সপোর্ট অফিসে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে অফিসের একটি দেয়াল ধসে পড়েছে। অফিসের অন্যান্য দেয়ালের অনেক জায়গায় ফেটে গেছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ জুন) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে
পৌঁছাই। বিস্ফোরণে পাশের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে।

বিজ্ঞাপন

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণ, ধসে পড়েছে দেয়াল

তিনি জানান, আবাসিক এলাকার ভেতর একটি দোকানঘর ভাড়া নিয়ে ভারতীয় মাছের ট্রাকে থাকা ককসিটের ব্যবসা করতো স্থানীয় খড়িডাঙ্গা গ্রামের পিচ্চি লিটন ওরফে সোলা লিটন। পাশাপাশি সে আলিফ ট্রান্সপোর্ট নামক প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রাক ও ট্রেইলারের ভাড়া ব্যবসা করতো। অফিসের মালিক ট্রান্সপোর্ট ব্যবসায়ী হাবিবুর রহমান। ঘটনার পর থেকে পিচ্চি লিটন পলাতক। তাকে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণ, ধসে পড়েছে দেয়াল

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন জানান, ট্রাক ও ট্রেইলারের বন্দবস্ত নিয়ে অন্যান্য ট্রান্সপোর্ট কোম্পানির সঙ্গে পিচ্চি লিটনের বিরোধ ছিল। এ ছাড়া ভারত থেকে আমদানিকৃত মাছের ট্রাকে কর্কসিট এবং তুষের সিন্ডিকেট ব্যবসা ছিল লিটনের। লিটন ছিল সিন্ডিকেটের হোতা। এ নিয়ে অন্যান্য কর্কসিট ব্যবসায়ীদের সঙ্গে তার বিরোধ ছিল। আধিপত্য বজায় রাখতে লিটন অফিসে বোমা রাখতে পারে।

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণ, ধসে পড়েছে দেয়াল

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট থানার সাব ইন্সপেক্টর সোহেল মাহমুদ বলেন, বিস্ফোরণ বিষয়টি আমরা তদন্ত করছি।  ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ এসএন/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন